নুসরতের গোপন অঙ্গের পাশেই ট্যাটু, তা উন্মুক্ত রাখতেই পোশাক নির্বাচন

ট্যাটু নিয়ে অনেক অভিনেত্রীই কম বেশি প্যাশনেট। শরীরের বিভিন্ন ভাঁজে থাকা এই ট্যাটু দেখানোর জন্যই অনেক সময় পোশাক নির্বাচন করে থাকেন তারকারা। এবার সেই তালিকাতে নাম লেখালেন বলিউড অভিনেত্রী নুসরত বারুচা। 

Jayita Chandra | Published : Feb 4, 2020 8:33 AM IST
115
নুসরতের গোপন অঙ্গের পাশেই ট্যাটু, তা উন্মুক্ত রাখতেই পোশাক নির্বাচন
বলিউডে পা রাখার পর থেকেই নুসরত বারুচাকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা হয়ে থাকে। কখনও তাঁর স্টাইল , কখনও তাঁর সম্পর্ক, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই।
215
সম্প্রতি তিনি গোপন অঙ্গের পাশেই একটি ট্যাটু আঁকলেন। সেই ট্যাটু দেখানোর জন্যই এবার পোশাক নির্বাচন করলেন তিনি।
315
সম্প্রতি অ্যামাজন ফিল্মফেয়ারের রেড কার্পেটে একটি সবুজ গাইন পরে উপস্থিত হয়েছিলেন তিনি। যা দেখা শরীরের গোপন অঙ্গের পাশে থাকা ট্যাটুটি বার করে রাখে।
415
এর আগেও মলদ্বীপে বেড়াতে দিয়ে গোপন অঙ্গের পাশে থাকা ট্যাটুটি নুসরত দেখিয়েছিলেন ভক্তদের। মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সেই ছবি।
515
নুসরত বারুচা কেরিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনের মধ্যে দিয়ে। প্রথনম তাঁকে দর্শকেরা পেয়েছিলেন বিজ্ঞাপন মলেড হিসেবে।
615
কিন্তু বলিউডের জার্নি তাঁর মোটেও মসৃণ ছিল না। একের পর এক ছোট পাঠ থেকে শুরু করে ধারাবাহিক একাধিক জায়গায় মুখ দেখানোর পরই তিনি বলিউডে জায়গা পান।
715
২০০৬ সালে জয় সন্তোষী মা ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবির কাজ হাতে আসলেও তা থেকে পরিচিতি তৈরি করতে পারেননি তিনি।
815
কাল কিসনে দেখা ছবিতে অভিনেত্রীর ভূমিকাতে পাঠ করলেও এই ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ে। ২০১৫ সালে ডর ওট দ্য মল ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়।
915
তবে নুসরত বারুচার ভাগ্য ফেরায় পেয়ারকা পঞ্চনামা ছবিটি। এই ছবিতেই তাঁকে কার্তিক আরিয়নের বিপরীতে দেখা যায়।
1015
কার্তিক আরিয়নের সঙ্গো মোট তিনটি ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। তিন ছবি বক্স অফিসে হিট।
1115
ফলে কার্তিকের সঙ্গে নুসরতের নামও জড়িয়েছিল একাধিকবার। কিন্তু সেই গুজব বেশিদিন স্থায়ী হয়নি।
1215
সনু কে টিটু কি সুইটি ছবিতেও মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন এই নায়িকা। তবে পেয়ারকে পঞ্চনামা থেকে এই ছবিতে নুসরত অনেক বেশি পরিণত। অনেক বেশি সাবলিলভাবেই দর্শকদের দিয়েছিলেন নতুন স্টাইল স্টেটমেন্ট।
1315
নুসরত হিন্দি, তামিল, তেলেগু ভাষায় ছবি করেছেন একাধিক। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ড্রিম গার্ল ছবিটি।
1415
অভিনয় কেরিয়ারে তিনি মোট পুরস্কার পেয়েছেন ৬টি। যার মধ্যে দুটি দাদা সাহেব ফালকে ফিল্ম ফেডারেশন পুরস্কার।
1515
বর্তমানে নুসরত বলিউডের প্রতিষ্ঠিত স্টার। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যাও বিপুল। নিজের স্টাইল স্টেটমেন্ট-এ সকলকেই কাবু করে রেখেছেন এই নায়িকা।
Share this Photo Gallery
click me!

Latest Videos