সারা নয়, এবার প্রাক্তন প্রেমিকার মা-তেই মজলেন কার্তিক

সইফ কন্যা সারার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন কার্তিক আরিয়ন। কিন্তু ২০১৯-এর মাঝামাঝি এই জুটি স্পষ্ট জানিয়ে দেয় যে তাঁরা একে অন্যকে ডেট করছেন না। কাজের চাপ বাড়ছে তাই একে অন্যের সঙ্গে সময় কাটাতে পারচ্ছেন না। এরই মাঝে বছর ঘুরতেই সামনে এল নতুন ছবি। যা মুহূর্তে ভাইরাল।

Jayita Chandra | Published : Feb 3, 2020 7:43 AM IST
18
সারা নয়, এবার প্রাক্তন প্রেমিকার মা-তেই মজলেন কার্তিক
বয়স পেরিয়েছে চল্লিশের গণ্ডি, এর মাঝেও করিনার লুকে কাবু দর্শকেরা। তাঁর পর্দায় উপস্থিতি থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট। এক কথায় অনবদ্য।
28
যে কোনও নতুন মুখকে যে তিনি তুরি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তা আরও একবার প্রমাণ করলেন করিনা কাপুর। এবার মেয়ের প্রাক্তন বয়ফ্রেন্ড কার্তিককে নিয়ে হাজির বেবো।
38
সম্প্রতি এক ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‍্যাম্পে হাঁটলেন এই জুটি। সাদা পোশাকে এক কথায় তাক লাগালেন তাঁরা।
48
বলিউড ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাকে এদিন উপস্থিত হন কার্তিক-করিনা। পোজ দিয়ে হট লুকে তোলেন একাধিক ছবি।
58
হাতে এখন একাধিক ছবির প্রস্তাব। পাশাপাশি র‍্যাম্পেও বাজিমাত করলেন করিনা কাপুর। চোখ ধাঁধাঁনো পোশাকে নয়া পোজ।
68
র‍্যাম্পে শো স্টপার ছিলেন করিনা কাপুর ও কার্তিক আরিয়ন। মেয়ের সঙ্গে নয়, এবার মায়ের পাশে বেশ মানালো কার্তিককে।
78
সাদা ল্যাহেঙ্গার ডিজাইন শো করতে তা তুলে ধরলেন মণীশ ও কার্তিক। সকালে মেয়ের সঙ্গে ছবির প্রমোশন, বিকেলে মায়ের সঙ্গে র‍্যাম্প, বলিউজে পসার জমছে কার্তিকের।
88
নয়া লুকে করিনার বয়স কমল বেশ খানিক। ফলে কার্তিকের পাশে তিনিও নজির গড়লেন মুহূর্তে। বেশ মানাল এই জুটিকে।
Share this Photo Gallery
click me!

Latest Videos