শ্রীকান্ত থেকে রবি শাস্ত্রী, ৮৩ সিনেমায় কার কেমন লুক দেখুন

২০১৯ থেকেই নেট দুনিয়ায় তোলপাড় করেছেন কপিল দেবের লুক। রণবীর সিং-এর আগামী ছবি ৮৩ নিয়ে প্রথম থেকেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সেই পারদ আরও চরিয়ে এবার প্রকাশ্যে এল ১৯৮৩-এর বিশ্বকাপে ভারতীয় দলে থাকা ১২ সদস্যের লুক। মুহুর্তে তা ভাইরাল নেট দুনিয়ায়। 

Jayita Chandra | Published : Jan 22, 2020 9:01 AM IST / Updated: Jan 22 2020, 03:53 PM IST
116
শ্রীকান্ত থেকে রবি শাস্ত্রী, ৮৩ সিনেমায় কার কেমন লুক দেখুন
রণবীর কাপুরের সর্বাধিক অপেক্ষিত ছবি ৮৩। এই ছবির কাজ নিয়ে এখন বেজা ব্যস্ত অভিনেতা।
216
অনেকদিন আগেই প্রকাশ্যে এসেছে কপিল দেব-এর লুক। তারপরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বারো ফেলোয়াড়ের লুক শেয়ার করলেন রণবীর সিং।
316
প্রথম থেকেই ছবি নিয়ে বিশেষ মনযোগী রণবীর সিং। কপিল দেব-এর সঙ্গে কথা বলেই সাজিয়ে নিয়েছিলেন নিজের চরিত্র, পাশাপাশি পুরো টিম।
416
মোহিন্দর অমরনাথ-এর লুক প্রকাশ্যে এল। এই চরিত্রে অভিনয় করছেন সাকিব সালিম।
516
প্রকাশ্যে এল বলবিন্দর সিং সান্ধুর লুক। এই চরিত্রে অভিনয় করছেন অ্যামি ভিরক।
616
প্রকাশ্যে এল দিলীপ বেঙ্গসরকারের লুক। এই চরিত্রে অভিনয় করছেন আদিত্য নাথ কোঠারি।
716
প্রকাশ্যে কীর্তি আজাদ-এর লুক। এই চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন দিনকর শর্মা।
816
সুনীল গাভাসকর-এর লুক সবার আগে প্রকাশ্যে এসেছে। এই চরিত্রে অভিনয় করছেন তাহির রাজ ভাসিন।
916
প্রকাশ্যে এল মদন লাল-এর লুক। এই ছবিতে অভিনয় করছেন হৃদয় সান্ধু।
1016
প্রকাশ্যে এল রবি শাস্ত্রীর লুক। এই চরিত্রে অভিনয় করছেন ধাইরা কারওয়া।
1116
প্রকাশ্যে রজার বিনি-র লুক। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিশান্ত দাহিয়া-কে।
1216
সন্দীপ পাটিল-এর লুক এবার প্রকাশ্যে এল। এই চরিত্রে অভিনয় করছেন চিরাগ পাটিল।
1316
প্রকাশ্যে এসেছে কৃষ্ণমাচারি শ্রীকান্ত-র লুক। এই চরিত্রে সকলের নজর কেড়েছেন জিভা।
1416
জসপাল শর্মা-র লুক অনবদ্য। এই চরিত্রে অভিনয় করছেন জাতিন সরনা।
1516
প্রকাশ্যে এল সঈদ কিরমানি-র লুক। তাঁর চরিত্রে অফিনয় করছেন সাহিল খাত্তার।
1616
বর্তমানে এই ছবির শ্যুটিং-এই ব্যস্ত রণবীর সিং সহ গোটা টিম। অধিকাংশ সময়ই তিনি কপিল দেব-এর পরামর্শ নিয়েই কাটাচ্ছেন সেটে।
Share this Photo Gallery
click me!

Latest Videos