কোয়ারেন্টাইনে টাইমপাস, দেখে নিন মন ভাল করা সিনেমাগুলি

Published : Mar 28, 2020, 06:04 PM IST

পুরো দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে প্রত্যেকেই গৃহবন্দি।  সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। এহেন পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে সময় কাটাতে গিয়েই নাজেহাল প্রত্যেকে। কবে বাড়ির বাইরে যাব, কী খাব এই চিন্তায় যেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘরে বসে সময় কাটানোর সবথেকে বেস্ট অপশন হল সিনেমা দেখা। তবে সারাদিন সিনেমা দেখে সময় কাটাবেন তা তো সম্ভব হয়। বাড়ির কাজ, নিজের কাজ সমস্ত কিছু সেরে গৃহবন্দি দশায় সময় কাটাতে দেখে নিন এই সিনেমাগুলি। মন ভাল করা সিনেমা দেখার এটাই সেরা সুযোগ। রইল তালিকা।

PREV
110
কোয়ারেন্টাইনে টাইমপাস, দেখে নিন মন ভাল করা সিনেমাগুলি
কোকো- এই সিনেমাটি পেয়ে যাবেন হটস্টারে।
210
কল মি বাই ইওর নেম- এই সিনেমাটি দেখতে যাবেন অ্যামাজন প্রাইম ভিডিওতে।
310
উদান- এই সিনেমাটিও নেটফ্লিক্সে পেয়ে যাবেন।
410
দো দোনি ছাড়- এই সিনেমাটি দেখতে পারবেন অ্যামাজন প্রাইম ভিডিওতে।
510
সিলভার লিনিং প্লেবুক- এই সিনেমাটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
610
দ্য ফ্লোরিডা প্রজেক্ট- নেটফ্লিক্সে এই সিনেমাটি পেয়ে যাবেন ।
710
দ্য পিনাট বাটার ফালকন- অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন এই সিনেমাটি।
810
দ্য পার্কস অফ বিং এ ওয়ালফ্লাওয়ার- এই সিনেমাটিও পেয়ে যাবেন নেটফ্লিক্সে।
910
কাভি হা কাভি না- এই সিনেমাটি পেয়ে যাবেন নেটফ্লিক্সে।
1010
সোচা না থা- এই সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারবেন।
click me!

Recommended Stories