ছবির প্রমোশনে মরজাওয়া-র দুই তারকার, খুনসুটিতে মাতলেন সিদ্ধার্থ-রিতেশ

ছবির প্রমোশন নিয়ে এখন বেজায় ব্যস্ত সিদ্ধার্থ মালহোত্রা এবং রিতেশ দেশমুখ। ভিলেন ছবির এই জুটিকে আবারও এক সঙ্গে দেখা যাবে মারজাওয়া ছবিতে। ছবির পোস্টার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ছবির কাজ শেষ। এবার প্রমোশনের জন্য কোমড় বেঁধে নেমে পড়ল টিম। 

debojyoti AN | Published : Nov 13, 2019 2:32 PM IST
15
ছবির প্রমোশনে মরজাওয়া-র দুই তারকার, খুনসুটিতে মাতলেন সিদ্ধার্থ-রিতেশ
ভিলেন ছবির পর আবারও পর্দায় একই সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও রিতেশ দেশমুখকে। মারজাওয়া ছবির কাজ শুরু হওয়ার পর থেকেই নয়া লুক নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনা।
25
ছবির প্রমোশনে একই সঙ্গে এবার মাঠে নেমে পড়লেন বলিউডের দুই তারকা। সেখানে এসেই খুনসুটিতে মাতলেন তাঁরা।
35
ছবির কাজ নিয়ে বেশ সন্তুষ্ট দুই তারকাই। প্রকাশ্যে জানিয়েছিলেন, এই ছবি নিয়ে তাঁরা বেশ আশাবাদী। এক ভিন্ন স্বাদের গল্প তুলে ধরবে এই ছবি।
45
সম্প্রতি মুক্তি পেয়েছে হাউসফুল ৪ ছবি। সেই ছবি ইতিমধ্যেই ২০০ কোটির ব্যবসা করেছিল। তারই মাঝে রিতেশের পরবর্তী ছবি মুক্তির অপেক্ষায়। দুই তারকাকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন বলিউড তারকারা।
55
ছবির কাজ শেষ, ফলে ছবির প্রমোশনেই কড়া নজর দিলেন সকলেই। খলনায়কের ভুমিকায় রিতেশ দেশমুখ ভিলেন ছবিতেই নজরের কেন্দ্রে এসেছিলেন। এবারও একই ভুমিকাতে ধরা দেবেন তিনি।
Share this Photo Gallery
click me!

Latest Videos