নীল রং থেকে একলা ঘর, বাংলা রক গানে নতুন দিশা দেখিয়েছেন রূপম

বাংলা রক ব্র্যান্ড মানে প্রথমেই মনে আসে একটাই নাম 'ফসিলস'। আর এই রকব্র্যান্ডের প্রাণপ্রতিষ্ঠাতা রূপম ইসলামের আজ ৪৫ তম জন্মদিন। গীতিকার, সুরকার, প্লেব্যাক গায়ক, লেখক, সুরকার অনেক পরিচয় থাকলেও তার এক এবং অনন্য পরিচয় তিনি সবার প্রিয়  রূপম ইসলাম। পুরোনো ও নতুন প্রজন্মের মেলবন্ধনের জন্য একক সুরে গান বাঁধেন এই রূপম ইসলাম। বাংলায়  রক ব্র্যান্ডের জনপ্রিয়তা মানেই রূপম। আর কীভাবে সেই রেশ ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত রূপম। গান গাইতে হয় বলে গান নয়,  এ গান অন্তরের, ভালবাসার, প্রতিবাদের। অরাজকতার মধ্যে আন্দোলনের সুরও ফুটে উঠেছে তার গানের মধ্য দিয়ে। দেশের যে কোনও উত্তাল পরিস্থিতিতেও তিনি হয়ে ওঠেন প্রতিবাদের কন্ঠ। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেও  প্রতিবাদী সুরে গান বাঁধেন তিনি। রূপমের জন্মদিনে রইল তার সেরা কিছু নির্দশনের ঝলক।

Riya Das | Published : Jan 25, 2020 9:51 AM IST / Updated: Jan 25 2020, 03:41 PM IST
110
নীল রং থেকে একলা ঘর, বাংলা রক গানে নতুন দিশা দেখিয়েছেন রূপম
১৯৯৮ সাল থেকে রক ব্র্যান্ড 'ফসিলস' -এর যাত্রা শুরু করেন রূপম ইসলাম। রক গানকে যখন শ্রোতরা গ্রহণ করছিল না ঠিক সেই সময়েই রক মিউজিককেই আগামী প্রজন্মের গান মন করেই এগিয়েছিল রূপম।
210
১৯৯৮ সালে রূপমের প্রথম অ্যালবাম 'তোর ভরসাতে'। ২০০৩ সালে 'নীল রং ছিল ভীষণ প্রিয়' নামে একটি অ্যালবাম বাজারে ছাড়া হয়। যেটি ভীষণ জনপ্রিয় হয়।
310
'মহানগর অ্যাট কলকাতা' ছবিতে গান গেয়ে নেপথ্য গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রূপম।
410
রূপম ইসলামের একলা ঘর গানটি জনপ্রিয়তার তুঙ্গে।
510
আরও একবার চলো ফিরে যাই এই গানটি শোনা মাত্রই যে কোন বয়সের মানুষই যেন একবার না একবার পুরোনো জীবনে ফিরে যেতে চাইবে। গানের লিরিক্সও ঠিক তেমন ভাবেই বুনেছেন রূপম।
610
পরিচালক সৃজিত মুখার্জির কাল্ট সিনেমা বাইশে শ্রাবণ -এর 'এই শ্রাবন' গানটিও একটা কাল্ট গান।
710
অটোগ্রাফ ছবির 'বেঁচে থাকার গান'টি শুনে সকলেরই বাঁচার ইচ্ছাটা যেন আরও একবার জেগে উঠবে।
810
'বিষাক্ত মানুষ' গানটিও রূপমের জনপ্রিয় গানটির মধ্যে একটা গান।
910
'হেমলক সোসাইটি' সিনেমার 'ফিরিয়ে দেওয়ার গান'টি ভীষণভাবে জনপ্রিয়।
1010
ফসিলস-এর হাজার গান আসবে যাবে কিন্তু 'হাসনুহানা' গানটা সকলের মনে আলাদা একটা জায়গাতেই রয়ে যাবে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos