মাত্র ৪৫ সেকেন্ডেই নিক জোন্সকে 'হ্যাঁ' বলেছিলেন দেশী গার্ল, করণ জোহরের সামনে বিস্ফোরক প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোন্স- অন্যতম সেলেব দম্পতি। অসম বয়সী প্রেম আর বিয়ে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কফি ইউছ করণের ৬ নম্বর সেসনে। আর সেখানেই অনিবার্যভাবে তিনি তাঁর বিয়ে আর বিদেশী স্বামী নিয়ে করণ জোহরের প্রশ্নের মুখে পড়েন। আর সেই সাক্ষাৎকারেই রীতিমত অবাক করার মত তথ্য দিলেন প্রিয়াঙ্কা। বললেন, নিক জোন্সের বিয়ের প্রস্তাবে রাজি হতে তাঁর মাত্র ৪৫ সেকেন্ড সময় লেগেছিলে। 

Web Desk - ANB | Published : Sep 30, 2022 6:55 AM IST
18
মাত্র ৪৫ সেকেন্ডেই নিক জোন্সকে 'হ্যাঁ' বলেছিলেন দেশী গার্ল, করণ জোহরের সামনে বিস্ফোরক প্রিয়াঙ্কা

 প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোন্স জনপ্রিয় সেলেব দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সাক্ষী তাঁদের উপচে পড়া প্রেমের। কখনও দেশে কখনও এবার বিদেশে- এভাবেই ঘরে-বাইরে সব কিছু সামলান প্রিয়াঙ্কা চোপড়া। 
 

28

 ২০১৮ সালে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কা আর নিকের। একবার হিন্দু মতে আর একবার খ্রিস্টানমতে। বিয়ের পর থেকে সোশ্যাসল মিডিয়ায় আরও বেশি সক্রিয় সেলেব দম্পতি। তাঁদের আদর আর ভালবাসার ছবিতে ছয়লাপ দুজনের সোশ্যাল মিডিয়া। যা দেখে ভক্তরা রীতিমত উৎসাহী। 
 

38

 সম্প্রতি করিনা কাপুর খানের সঙ্গে কফি উইথ করণের ৬ নম্বর সেসনে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁরা পাপারাজ্জি , স্বামী, বলিউড গসিপ -সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আর সেখানেই হাটে হাঁড়ি ভাঙেন প্রিয়াঙ্কা। বলেন তাঁদের বিয়ে আর প্রেমের গল্প। 
 

48


 আমেরিকান গায়ক নিক জোন্স। আর বলিউড হয়ে বর্তমানে হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে সফল ব্যবসায়ী। দেশে বিদেশে স্টোর রয়েছে তাঁর। সফল অভিনেত্রী জানিয়েছেন কী করে নিক জোন্স তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। 

58

 প্রিয়াঙ্কার কথায় বিয়ের প্রস্তাব এসেছিল নিকের কাছ থেকেই। তবে তার আগে তারা যে টানা দুই মাস ধরে ডেট করেছিলেন তা অবশ্য জানাতে ভোলেননি অভিনেত্রী। জানিয়েছেন টানা দুই মাস ডেটের পরই নিক জোন্স প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। 

68

 আর সেই প্রস্তাব পাওয়ার পর অবশ্য নিক জোন্সকে হ্যা বলতে অভিনেত্রীর সময় নিয়েছিলেন মাত্র ৪৫ সেকেন্ড। এক মিনিটেরও কম সময় নিয়ে প্রিয়াঙ্কা নিকের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন নিক পা মুড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সঙ্গে একটি বড় টিফিন বক্স এনেছিলেন। তারমধ্যেই ছিল আংটি। প্রিয়াঙ্কাকে বলেছিলেন বিয়েতে রাজি থাকেন তাহলে টিফিন বক্স খুলে আংটিটা নিয়ে নিন। আর বক্সটি বন্ধ করে দিন। 

78

নিকের এজাতীয় নাটকীয় কথাবার্তায় কিছুটা অবাক হেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর ঘোর কাটতেই সময় লেগেছিল বেশ কয়েক সেকেন্ড। তারপরই রাজি হয়ে গিয়েছিলেন তিনি। সবমিলিয়ে গোটা ব্যাপারটা ১ মিনিটেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল। 

88

প্রিয়াঙ্কা আর নিক এখন সুখী দম্পতি। তাঁদের একমাত্র মেয়ে মালতি মেরিকে ঘিরেই চলছে তাঁদের জীবন। দুজনেই ছোট্ট মেয়েকে ঘিরে ধরে বড় করার চেষ্টা করছেন। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos