Published : Jan 17, 2020, 12:20 AM ISTUpdated : Jan 17, 2020, 02:19 AM IST
ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, বুধ থেকে বৃহস্পতিবার, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা।
নাচের ক্লাসের পথে সানায়া কাপুর। তারই মাঝে ফ্রেমবন্দি তিনি। বি-টাউনে কাজের ইচ্ছে ও সুযোগ থাকলেও বর্তমানে তিনি নিজেকে একপ্রকার সরিয়ে রেখেছেন সেই তালিকা থেকে।
919
অডি গাড়ির মুক্তিতে হাজির বিরাট কোহলি। মুম্বইয়ে বুধবার সামনে এল অডির নতুন মডেল। সেখানেই হাজির ছিলেন কোহলি।
1019
বর্তমানে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে কঙ্গনা রানওয়ান অন্যতম। সম্প্রতি নিজের প্রোডাকশন হাউসের উদ্বোধন করেছেন।
1119
বর্তমানে তখত ছবির কাজ নিয়ে ব্যস্ত করণ। তারই মাঝে বিটাউনের প্রাভেট পার্টিতে হাজির পরিচালক।
1219
মলাঙ্গ ছবির কাজ শেষ, হাতে এখন একাধিক ছবির প্রস্তাব। কাজের ফাঁকেই ফ্রেমবন্দি আদিত্য রায় কাপুর।
1319
কবে বিয়ে, জল্পনা উষ্কে আবারও একই ফ্রেমে ফারহান ও তাঁর বান্ধবী। চলতি বছরের শেষেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
1419
জন্মদিনে সিদ্ধার্থ মালহোত্রাকে বিশেষ শুভেচ্ছা। ভক্তদের কাছ থেকে উপহার নেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা। নানা অনুষ্ঠানে এদিন ব্যস্ত অভিনেতা।