বৃহস্পতিবার শিরোনামে কোন কোন তারকা, রইল বলিউডের হাঁড়ির খবর
ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, বুধ থেকে বৃহস্পতিবার, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা।
Jayita Chandra | Published : Jan 17, 2020 12:20 AM / Updated: Jan 17 2020, 02:19 AM IST
অতি কিউ ৮ মডেল মুক্তিতে হাজির বিরাট। বৃহস্পতিবার সকালে এই মডেল প্রকাশ্যে আনা হয়। সেখানেই বিশেষ আমন্ত্রণে হাজির ছিলেন বিরাট।
শ্যুটিং ফাঁকে মালাইকা। প্রতিদিন নিয়মমাফিক শরীরচর্চা করে থাকেন সব সেলেব্রিটিরাই। তবে নিজেকে ধরে রাখতে শরীর সম্বন্ধে একটু বেশিই সজাক অভিনেত্রী।
মুম্বই বিমান বন্দরে বৃহস্পতিবার ফ্রেমবন্দি জুহি চাওলা। গাড়ি থেকে নেমেই এদিন সকালে ফ্রেস মুডে পোজ দিলেন অভিনেত্রী।
চলচ্চিত্র জগতের সঙ্গে বর্তমানে সংযোগ না রাখলেও নিজের একাধিক প্রজেক্ট নিয়ে বর্তমানে ব্যস্ত সোনালী। বৃহস্পতিবার কাজের ফাঁকেই ফ্রেমবন্দি নায়িকা।
ছবির প্রচার নিয়ে এখন বেজায় ব্যস্ত শ্রদ্ধা কাপুর। সম্প্রতি মুক্তি পেতে চলেছে স্ট্রিটডান্সার থ্রিডি ছবি।
সোনির সুবাদে বৃহস্পতিবার সকালে আরবাজের সঙ্গে মুখোমুখি রীতেশ দেশমুখ। দুজনেই এদিন বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে হাজির হয়েছিলেন সোনি-তে।
নাচের ক্লাসের পথে সানায়া কাপুর। তারই মাঝে ফ্রেমবন্দি তিনি। বি-টাউনে কাজের ইচ্ছে ও সুযোগ থাকলেও বর্তমানে তিনি নিজেকে একপ্রকার সরিয়ে রেখেছেন সেই তালিকা থেকে।
অডি গাড়ির মুক্তিতে হাজির বিরাট কোহলি। মুম্বইয়ে বুধবার সামনে এল অডির নতুন মডেল। সেখানেই হাজির ছিলেন কোহলি।
বর্তমানে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে কঙ্গনা রানওয়ান অন্যতম। সম্প্রতি নিজের প্রোডাকশন হাউসের উদ্বোধন করেছেন।
বর্তমানে তখত ছবির কাজ নিয়ে ব্যস্ত করণ। তারই মাঝে বিটাউনের প্রাভেট পার্টিতে হাজির পরিচালক।
মলাঙ্গ ছবির কাজ শেষ, হাতে এখন একাধিক ছবির প্রস্তাব। কাজের ফাঁকেই ফ্রেমবন্দি আদিত্য রায় কাপুর।
কবে বিয়ে, জল্পনা উষ্কে আবারও একই ফ্রেমে ফারহান ও তাঁর বান্ধবী। চলতি বছরের শেষেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
জন্মদিনে সিদ্ধার্থ মালহোত্রাকে বিশেষ শুভেচ্ছা। ভক্তদের কাছ থেকে উপহার নেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা। নানা অনুষ্ঠানে এদিন ব্যস্ত অভিনেতা।