বৃহস্পতিবার শিরোনামে কোন কোন তারকা, রইল বলিউডের হাঁড়ির খবর

ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, বুধ থেকে বৃহস্পতিবার, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা। 

Jayita Chandra | Published : Jan 16, 2020 6:50 PM IST / Updated: Jan 17 2020, 02:19 AM IST
119
বৃহস্পতিবার শিরোনামে কোন কোন তারকা, রইল বলিউডের হাঁড়ির খবর
অতি কিউ ৮ মডেল মুক্তিতে হাজির বিরাট। বৃহস্পতিবার সকালে এই মডেল প্রকাশ্যে আনা হয়। সেখানেই বিশেষ আমন্ত্রণে হাজির ছিলেন বিরাট।
219
শ্যুটিং ফাঁকে মালাইকা। প্রতিদিন নিয়মমাফিক শরীরচর্চা করে থাকেন সব সেলেব্রিটিরাই। তবে নিজেকে ধরে রাখতে শরীর সম্বন্ধে একটু বেশিই সজাক অভিনেত্রী।
319
মুম্বই বিমান বন্দরে বৃহস্পতিবার ফ্রেমবন্দি জুহি চাওলা। গাড়ি থেকে নেমেই এদিন সকালে ফ্রেস মুডে পোজ দিলেন অভিনেত্রী।
419
চলচ্চিত্র জগতের সঙ্গে বর্তমানে সংযোগ না রাখলেও নিজের একাধিক প্রজেক্ট নিয়ে বর্তমানে ব্যস্ত সোনালী। বৃহস্পতিবার কাজের ফাঁকেই ফ্রেমবন্দি নায়িকা।
519
ছবির প্রচার নিয়ে এখন বেজায় ব্যস্ত শ্রদ্ধা কাপুর। সম্প্রতি মুক্তি পেতে চলেছে স্ট্রিটডান্সার থ্রিডি ছবি।
619
সোনির সুবাদে বৃহস্পতিবার সকালে আরবাজের সঙ্গে মুখোমুখি রীতেশ দেশমুখ। দুজনেই এদিন বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে হাজির হয়েছিলেন সোনি-তে।
719
সকালে ফ্রেস মুডে টাইগার। শরীরচর্চায় জিমের পথে পা বাড়ালেন বৃহস্পতিবার সকাল। এদিন বাড়ির সামনেই ফ্রেমবন্দি অভিনেতা।
819
নাচের ক্লাসের পথে সানায়া কাপুর। তারই মাঝে ফ্রেমবন্দি তিনি। বি-টাউনে কাজের ইচ্ছে ও সুযোগ থাকলেও বর্তমানে তিনি নিজেকে একপ্রকার সরিয়ে রেখেছেন সেই তালিকা থেকে।
919
অডি গাড়ির মুক্তিতে হাজির বিরাট কোহলি। মুম্বইয়ে বুধবার সামনে এল অডির নতুন মডেল। সেখানেই হাজির ছিলেন কোহলি।
1019
বর্তমানে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে কঙ্গনা রানওয়ান অন্যতম। সম্প্রতি নিজের প্রোডাকশন হাউসের উদ্বোধন করেছেন।
1119
বর্তমানে তখত ছবির কাজ নিয়ে ব্যস্ত করণ। তারই মাঝে বিটাউনের প্রাভেট পার্টিতে হাজির পরিচালক।
1219
মলাঙ্গ ছবির কাজ শেষ, হাতে এখন একাধিক ছবির প্রস্তাব। কাজের ফাঁকেই ফ্রেমবন্দি আদিত্য রায় কাপুর।
1319
কবে বিয়ে, জল্পনা উষ্কে আবারও একই ফ্রেমে ফারহান ও তাঁর বান্ধবী। চলতি বছরের শেষেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
1419
জন্মদিনে সিদ্ধার্থ মালহোত্রাকে বিশেষ শুভেচ্ছা। ভক্তদের কাছ থেকে উপহার নেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা। নানা অনুষ্ঠানে এদিন ব্যস্ত অভিনেতা।
1519
ভক্তদের দেওয়া কেক কাটতে হাজির সিদ্ধার্থ। নিজেই কেক কেটে খাইয়ে দিলেন ভক্তদের। সেলিব্রেশনে মাতলেন সিদ্ধার্থ।
1619
জাভেদ আখতারের জন্মদিনে বিশেষ অনুষ্ঠানে হাজিরা। নিজে হাতেই বই প্রকাশ করেন এদিন তিনি।
1719
জাভেদ আখতারের ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন বি-টাউনের অনেকেই।
1819
বাবার জন্মদিনের বিশেষ সেলিব্রেশন। হাজির ছিলেন তাঁর পুত্র ফারহান ও পরিবারের সকলেই।
1919
বিমান বন্দরে অক্ষয় কুমার। একের পর এক ছবির সাফল্যের পর এবার টুইঙ্কেলের সঙ্গে খানিকটা সময় কাটানোর পালা।
Share this Photo Gallery
click me!

Latest Videos