Published : Jan 31, 2020, 04:22 PM ISTUpdated : Jan 31, 2020, 04:38 PM IST
বড় পর্দায় এখন সেভাবে দেখা মেলে না প্রীতি জিন্টার। কিন্তু প্রতি পদে পদে নিজের অস্তিত্বর জানান দিয়ে যান বলিউডের এই অভিনেত্রী। কেরিয়ায়ের শুরু একভাবে। আর বর্তমানে তিনি দাঁড়ায়ে আছেন এক ভিন্ন ঘরানায়। জন্মদিনে ফিরে দেখা অভিনেত্রীর বিশেষ কিছু অজানা তথ্য।