৪৫-এও বলিউড ডিভা, বিজ্ঞাপন থেকেই স্টার, জন্মদিনে চেনা-অচেনা প্রীতি

Published : Jan 31, 2020, 04:22 PM ISTUpdated : Jan 31, 2020, 04:38 PM IST

বড় পর্দায় এখন সেভাবে দেখা মেলে না প্রীতি জিন্টার। কিন্তু প্রতি পদে পদে নিজের অস্তিত্বর জানান দিয়ে যান বলিউডের এই অভিনেত্রী। কেরিয়ায়ের শুরু একভাবে। আর বর্তমানে তিনি দাঁড়ায়ে আছেন এক ভিন্ন ঘরানায়। জন্মদিনে ফিরে দেখা অভিনেত্রীর বিশেষ কিছু অজানা তথ্য। 

PREV
110
৪৫-এও বলিউড ডিভা, বিজ্ঞাপন থেকেই স্টার, জন্মদিনে চেনা-অচেনা প্রীতি
বিজ্ঞাপন থেকে পথ চলা শুরু। সাবান ও চকোলেট-এর বিজ্ঞাপন দিয়েই শুরু হয় প্রীতি জিন্টার কেরিয়ার।
210
সিমলার এই নতুন মডেলকে বিজ্ঞাপনে দেখা মাত্রই পরিচালকেরা পছন্দের তালিকাতে রেখে দিয়েছিলেন।
310
এরপর শুরু হয় প্রীতির বলিউড সফর। প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে বিশেষ যত্নশীল প্রীতিজিন্টা।
410
বলিউডের সব সুপারস্টারেদের সঙ্গেই তিনি তিনি ছবি করেছেন। এক সময় ধারাবাহিকভাবে হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি।
510
শাহরুখ-সলমন আমির থেকে শুরু করে হৃত্বিক। প্রত্যেকের বিপরীতেই নয়া লুকে ধরা দিয়েছিলেন এই অভিনেত্রী।
610
শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম বলিউড ছবি। দিল সে ছবির মধ্যে দিয়েই ডেবিউ করেছিলেন প্রীতি জিন্টা।
710
২০ বছরের বলিউড কেরিয়ারে একের পর এক হিট ছবি করে একাধিক পুরষ্কার পেয়েছেন প্রীতি জিন্টা।
810
বেশ কয়েকবছর ধরে প্রীতি আইপিএল-এর সঙ্গে যুক্ত হয়েছেন। কিংগস ইলেভেন পঞ্জাব-টিমের মালিকানা তাঁরই হাতে।
910
প্রীতি জিন্টা দর্শকদের বেশ কিছু ভিন্ন ঘরানার ছবিও দিয়েছেন। যারদ মধ্যে কেয়া ক্যাহে না কিংবা বীরজারা অন্যতম।
1010
ছবির জগতে তাঁর অবদান বিস্তর। তাঁর সমসাময়িক অভিনেত্রীরা অনেকেই এখনও পর্দায় থাকলেও প্রীতি জিন্টা নিজেকে সরিয়ে নিয়েছেন বড় পর্দায় থেকে।
click me!

Recommended Stories