নাচ না জেনেই 'রঙ্গিলা', জন্মদিনে চেনা-অচেনা উর্মিলা

Published : Feb 04, 2020, 07:50 PM IST

উর্মিলা মাতুন্ডকর, বলিউডে পা রাখার পরই যিনি সকলের নজর কেড়েছিলেন তাঁর নাচ ও অভিনয় দিয়ে সেই অভিনেত্রীই নাকি নাচই জানতেন না। নাচ তিনি শেখেনওনি কোনও দিন। অথচ রোঙ্গিলা গানের সঙ্গে নাচ আজও এভারগ্রীন। জন্মদিনে এমনই কিছু উর্মিলা র তথ্য, যা জানলে অবাক হতে হয়।  

PREV
110
নাচ না জেনেই 'রঙ্গিলা',  জন্মদিনে চেনা-অচেনা উর্মিলা
উর্মিলা মানেই বলিউডে এক চেনা লুক, যিনি অভিনয় ও নাচের মধ্যে দিয়েই নজর কেড়েছিলেন সকলের।
210
তবে উর্মিলা নাকি সেভাবে কোনওদিন নাচই শেখেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই কথাই জানিয়ে ছিলেন অভিনেত্রী।
310
বয়স বাড়ছে, বড় পর্দা থেকে এখন তাঁর খানিক ছুটি। কিন্তু কোথাও গিয়ে যেন আজও তাঁর রূপে মুগ্ধ ভক্তরা।
410
উর্মিলা নিয়মিত শরীর চর্চা করে থাকেন। শরীর ঠিক রাখতে খাওয়ার প্রতিও বিশেষ যত্ন নিয়ে থাকেন তিনি।
510
উর্মিলা পোষ্য খুবই পছন্দ করেন। মাঝে মধ্যেই তাদের নিয়ে শ্যুটিং ফ্লোরেও পৌঁছে যেতেন এই অভিনেত্রী। ।
610
ভক্তদের কাছে উর্মিলা মানেই হট লুক। স্টাইল স্টেটমেন্ট নিয়ে ছোট থেকেই সজাগ তিনি। একটু বড় হতেই নিজের পোশাক নিজেই পছন্দ করতেন তিনি।
710
সবসময় হিট তোলা জুতো বা স্টিলেটো পরে থাকতে পছন্দ করেন উর্মিলা। ফ্ল্যাট হিলের জুতো এক কথায় উর্মিলার না পসন্দ।
810
অভিনয় শুরু স্কুল জীবনেই। তখন থেকেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। এই ছবিতে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তনুজা।
910
উর্মিলার ফিটনেস টিপসের জন্য এক কথায় পাগল ভক্তরা। দিনের মধ্যে অধিকাংশ সময়টাই তিনি না খেয়ে কাটিয়ে দেন।
1010
২০১৯-এ লোকসভা নির্বাচনেও দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী। এখন অভিনয় থেকে সরে বেশ কিছু এনজিও-র সঙ্গে যুক্ত হয়েছেন উর্মিলা।
click me!

Recommended Stories