পরোটা থেকে ইডলি, দীপিকা-আলিয়ারা ব্রেকফাস্টে কী কী খান
পর্দায় তারকাদের চেহারা দেখে মুগ্ধ হন সবাই। ওরকম টান টান চেহারা পেতে তাই কাঠখড়ও পোড়ান অনেকে। তারকারা যেমন পোশাক পরেন, নিজেরাও তেমন পোশাক কিনে নেন। কিন্তু খাওয়া দাওয়াটা তাঁদের মতো না করলে তাঁদের মতো চেহারা পাওয়া মোটেই সহজ নয়। তা হলে জেনে নেওয়া যাক বলিউডের ফিট তারকারা ব্রেকফাস্টে কী খান-
swaralipi dasgupta | Published : Jul 10, 2019 11:52 AM / Updated: Jul 10 2019, 11:55 AM IST
আলিয়া ভাট- আলিয়া ভাট খেতে খুব ভালোবাসেন। ব্রেকফাস্টে অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার খান আলিয়া। পাকা পেঁপে থেকে শুরু করে, বেরি ও নানা রকমের ফল খান। তবে খালি পেটে হার্বাল চা খান তিনি। এর পরে ডিম পোচ অথবা স্যান্ডউইচ খান আলিয়া।
শিল্পা শেট্টি কুন্দ্রা- ব্রেকফাস্টে কলা, আপেল, ব্লুবেরি খান। এছাড়া ওটস খান মধু ও আমন্ড মিল্ক দিয়ে। এর ঘণ্টা খানেক পরে অ্যাভোক্যাডো খান। সঙ্গে খান একটা বাটার টোস্ট।
শ্রদ্ধা কাপুর- বাড়ির খাবার খেতে খুবই ভালোবাসেন তিনি। তাই সকালে ডিম পোচ, জুস এবং নানা রকমের ফল খান।
করিনা কাপুর- খাওয়া দাওয়ার ব্যাপারে করিনা খুবই সচেতন। খালি পেটে প্রথমেই একটি কলা খান করিনা। এর পরে পরোটা, পোহা, বা রুটি ইত্যাদি ঘরে তৈরি খাবার খান তিনি।
মালাইকা অরোরা- বয়স বাড়লেও তা বোঝা দায় মালাইকার ক্ষেত্রে। প্রথমেই এক গ্লাস লেবু মধুর জল খান তিনি। ব্রেকফাস্টে একবাটি ফল খান। এছাড়া উপমা, পোহা, বা টোস্টের সঙ্গে ডিমের সাদা অংশ খান। এছাড়া বিভিন্ন সবজির জুসও খান তিনি।
দীপিকা পাডুকোন- বলিউডের ডিভা ব্রেকফাস্টে খান দক্ষিণী খাবার। এর মধ্য়ে থাকে, দোসা., ইডলি, পোহা বা উপমা। এছাড়া ডিমের সাদা অংশ দিয়ে ওমলেটও খান তিনি।