18

৪টি ফাইনাল হারের পর অবশেষে ২০২১ -এ স্বপ্নপূরণ লিওনেল মেসির। কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।
28
দীর্ঘ ২৮ বছরের ট্রফির খরা কাটানোর পাশাপাশি দেশের জার্সিতে শাপ মুক্তি হল মেসির। জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন লিও।
38
সতীর্থদের পাশাপাশি পরিবারের সঙ্গেও আনন্দ ভাগ করে নেন মেসি। ভিডিও কলের মাধ্যমে মাঠে বসেই কথা বলেন মেসি।
48
ট্রফি জয়ের উচ্ছ্বাসও পরিবারের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় মেসিকে।
58
সন্তানদের সঙ্গেও শিশু সুলভবাবে আনন্দ উপভোগ করতে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে।
68
তাদের নিজের পাওয়া গোল্ড মেডেলও দেখান লিওনেল মেসি।
78
স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ফ্লাইং কিস করেন মেসি। শুভেচ্ছা জানায় তার স্ত্রীও।
88
তারকা ফুটবলারের পাশাপাশি ফ্যামিলি ম্যান মেসির ছবি ভাইরাল নেট দুনিয়ায়। সকলেরই মনে ধরেছে মেসির এই রূপ।