মাঝ মাঠে স্ত্রীকে ভিডিও কল থেকে চুমু, ফ্যামিলি ম্যান মেসিতে মজে নেট দুনিয়া

কোপা আমেরিকা ফাইনাল জিতে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। ফাইনালে চির প্রতীদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে জয় পায় নীল-সাদা ব্রিগেড। ট্রফি জয়ের পর সতীর্থ, সমর্থকদের পাশাপাশি পরিবারের সঙ্গে আনন্দ উৎসবে মাতেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই মুহূর্ত ভাইরাল নেট দুনিয়ায়।

Sudip Paul | Published : Jul 11, 2021 8:30 AM IST / Updated: Jul 11 2021, 02:02 PM IST
18
মাঝ মাঠে স্ত্রীকে ভিডিও কল থেকে চুমু, ফ্যামিলি ম্যান মেসিতে মজে নেট দুনিয়া

৪টি ফাইনাল হারের পর অবশেষে ২০২১ -এ স্বপ্নপূরণ লিওনেল মেসির। কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।

28
দীর্ঘ ২৮ বছরের ট্রফির খরা কাটানোর পাশাপাশি দেশের জার্সিতে শাপ মুক্তি হল মেসির। জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন লিও।
38
সতীর্থদের পাশাপাশি পরিবারের সঙ্গেও আনন্দ ভাগ করে নেন মেসি। ভিডিও কলের মাধ্যমে মাঠে বসেই কথা বলেন মেসি।
48
ট্রফি জয়ের উচ্ছ্বাসও পরিবারের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় মেসিকে।
58
সন্তানদের সঙ্গেও শিশু সুলভবাবে আনন্দ উপভোগ করতে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে।
68
তাদের নিজের পাওয়া গোল্ড মেডেলও দেখান লিওনেল মেসি।
78
স্ত্রীর সঙ্গে কথা বলার সময় ফ্লাইং কিস করেন মেসি। শুভেচ্ছা জানায় তার স্ত্রীও।
88

তারকা ফুটবলারের পাশাপাশি ফ্যামিলি ম্যান মেসির ছবি ভাইরাল নেট দুনিয়ায়।  সকলেরই মনে ধরেছে মেসির এই রূপ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos