লড়াই শুধু ৯০ মিনিট, মেসি-নেইমারের বন্ধুত্বের মুহূর্ত আবেগতাড়িত করবে আপনাকেও, দেখুন ছবি

ব্রাজিল হারিয়ে কোপা আমেরিকা জয় করে দেশের জার্সিতে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়েছে মেসির। তবে এই ম্যাচ শুধু ব্রাজিল আর্জেন্টিনার লড়াই ছিল না, ছিল মেসি নেইমারের শ্রেষ্ঠত্বের লড়াই। মাঠের ৯০ মিনিটে তুল্যমূল্য লড়াইও হল দুজনের। কিন্তু মেসি-নেইমার কেউই জয় পেল না। জয় পেল বন্ধুত্ব। 
 

Sudip Paul | Published : Jul 11, 2021 7:34 AM IST
18
লড়াই শুধু ৯০ মিনিট, মেসি-নেইমারের বন্ধুত্বের মুহূর্ত আবেগতাড়িত করবে আপনাকেও, দেখুন ছবি

কোপা আমেরিকা পাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন মেসির স্বপ্নপূরণের উচ্ছ্বাস, আনন্দে ভাসছেন মেসি।

28
ঠিক অপরদিকে স্বপ্নভঙ্গের কান্না। হাউ হাউ করে মাঠে কাঁদছেন নেইমার।
38
৯০ মিনিটে লড়াই থাকলেও, খেলা শেষে প্রিয় বন্ধুর চোখে জল মেনে নিতে পারেননি মেসি।
48
নেইমারের চোখে জল দেখে সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেন মেসি। সান্তনা দেন মেসি।
58
এর আগে ম্যাচের শুরুর মুহর্তেও দুই বন্ধুর নিবিড় সম্পর্কের ঝলক ধরা পড়ে ক্যামেরায়।
68
ম্য়াচ শুরুর মুহূর্তে একে অপরের কাধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
78
প্রাইজ পর্ব মেটার পর ড্রেসিং রুমে খালি গায়ে খোশ মেজাজে আড্ডা দিতে দেখা যায় মেসি নেইমারকে।
88
ফলে সেই বার্সায় একসঙ্গে খেলার সময় থেকে যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল, তা এখনও অটুট।
Share this Photo Gallery
click me!

Latest Videos