১০. ডিনো জফ-
২২ বছরের কেরিয়ারে গড়েছেন অনেক রেকর্ড। ৫৭০ টি ম্যাচ খেলেছেন সিঁরি আ তে। পর পর ৩৩২ টি ম্যাচে খেলতে নেমেছেন একসময়। একটানা ৯০৩ মিনিট ইতালিয়ান লিগে গোল না খেয়ে থেকেছেন। ৯ টি ম্যাচে টানা গোল খেয়ে থেকেছেন। এরকম একাধিক রেকর্ড গড়া খেলোয়াড় টি ৪১ বছর অবধি খেলেছেন সিঁরি আ-তে। খেলেছেন উদিনেস, মাতোভা, নাপোলি এবং জুভেন্তাসের মতো ক্লাবে।