বরুশিয়া ডর্টমুন্ড বনাম এফসি সালকে
শনিবার বুন্দেশলিগার শুরুতেই দর্শকদের জন্য থাকছে জার্মান ফুটবলের ইতিহাসে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। ডার্বিতে মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড ও এফসি সালকে। দীর্ঘ বিরতির পর ম্যাচ নামলেও, এই ম্যাচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। বিশেষ করে বিশেষ করে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লুসিয়েন ফ্যাভরের দল। প্রথমস্থানে থাকা বায়ার্ন মিউনিখের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে। ফলে শীর্ষস্থানে পৌছনোর লড়াইয়ে থাকতে গেলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলার জন্যই ঝাঁপাতে চলেছে হ্যাজার্ড, হ্যালান্ড, স্যাঞ্চো, গুরেইরো, হাকেমিরা। যদিও ম্যাচে উইটসেল, ক্যান ও মার্কো রিউসকে না পাওয়ায় কিছুটা চিন্তায় রয়েছে বরুশিয়া ম্যানেজমেন্ট। তা সত্ত্বেও রক্ষাণত্ব ভাবনা না ভেবে মেগা ম্যাচে মূলত ৩-৪-৩ আক্রমণাত্ব ছকেই দল নামাতে চলেছেন ফ্যাভরে। অপরদিকে ২৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সালকে। খবু বড়সড় অঘটন না ঘটলে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে কোচ ওয়াগনার ডেভিডের দল। কিন্তু বরুশিয়ার বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটের সেসব নিয়ে ভাবতে নারাজ সালকে কোচ। একে দীর্ঘ বিরতির পর ফিরছে ফুটবল, তারপর প্রথম ম্যাচই ডার্বি। তাই চিরশত্রুদের হারিয়ে সমর্থকদের জয় ও আনন্দ উপহার দিতে মরিয়া সালকে কোচ। মূলত ৪-৪-২ ছকেই দল নামানোর ভাবনা ওয়াগনার ডেভিডের। মূলত রমন, বার্গসটলার, হারতি, ম্যাকেইনদের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে সালকে টিম মেনেজমেন্ট। এই দুই দলের মূল ভরসা দলের ইয়ং প্লেয়াররা। ফলে টানটান লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীরা।