বিদেশী শক্তি তাদের দেশে প্রভাব বিস্তার করতে আসলে, 'তাদের মাথা ভেঙে দেবে' চিন। বৃহস্পতিবার, চিনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হল। সেই উপলক্ষ্যে, এদিন বক্তৃতা দিতে গিয়ে তিয়ানানমেন স্কয়ার থেকে ঠিক এই ভাষাতেই বাকি বিশ্বকে হুঁশিয়ারি দিলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। একইসঙ্গে প্রায় একঘন্টা দীর্ঘ ভাষণে সেনাবাহিনীকে বলিষ্ঠ করার কাজ এগিয়ে নিয়ে যাওয়া, তাইওয়ানকে ফের চিনের সঙ্গে যুক্ত করা, হংকং-এ সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে 'ভন্ড ধর্মপ্রচার' না করে দেওয়ার মতো বিষয়ের অবতারণা করলেন তিনি। যা দেখে চিন-বিশেষজ্ঞরা বলছেন, কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তি আসলে মাও জেদং-পরবর্তী চিনের সর্বশক্তিমান নেতা হিসাবে জিনপিং-কে প্রতিষ্ঠা করা উৎসব। কীভাবে পালিত হল তা, আসুন দেখে নেওয়া যাক -