তবে তা ছিল একেবারেই পার্টি অনুমোদিত ইতিহাস। সাংস্কৃতিক বিপ্লব শুদ্ধিকরণ, ১৯৮৯-এর তিয়ানানমেন স্কোয়ারের বিক্ষোভ, হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভ-এর মতো উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা, যা পার্টির পছন্দ নয়, সেইসবই বাদ দেওয়া হয়েছিল, বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।