আত্মপ্রকাশের এক নতুন মাধ্যম খুঁজে নিয়েছে তালিবানরা। এর আগে বহির্বিশ্বের সঙ্গে তালিবানদের সংযোগ মানেই ছিল, ভিডিও বার্তায় হুমকি দেওয়া। তার বদলে টুইটার ফেসবুকের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তালিবানরা তাদের ভাবমূর্তির বদল ঘটাতে চাইছে। এমন ধরণের সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করছে, যা বাকি বিশ্বকে বলে আগের অন্ধকারময় যুগকে তালিবান ২.০ পিছনে ফেলে এসেছে। কাবুল দখলের পর যেমন তাদের যোদ্ধাদেরকে আইসক্রিম খাওয়া, মজা করার মতো ভঙ্গিতে দেখানো হয়েছে। যেন পৃথিবীর বাকি ৫জন সাধারণ মানুষ আর তালিবানিদের মধ্যে কোনও পার্থক্য নেই। শিয়া মুসলমান, হাজারা সম্প্রদায় এবং শিখ, হিন্দুদের মতো সংখ্যালঘুদের আশ্বাস দিচ্ছে তালিানরা, সেই ভিডিও এসেছে সোশ্যাল মিডিয়ায়। হেরাত অধিগ্রহণের পর আবার, মেয়েদের স্কুলে যাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়েছিল।