অনেকেই বলছেন তালিবান ২.০। এতটাই নাকি বদলে গিয়েছে তালিবানরা। যেভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে, মহিলাদের সম্মান দেওয়ার কথা বলছে, চরমপন্থা চেড়ে মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে, মুখপাত্রদের মারফৎ তাতে অনেকেই বলছেন সত্য়িই বদলে গিয়েছে তালিবানরা। আবার যেসব আফগান বিমানের চাকায় চড়ে হলেও দেশ ছেড়ে পালাচ্ছেন, যারা আগেই পালাতে বাধ্য হয়েছেন, তারা বলছেন, তালিবানদের কথায় ভুলো না। ওরা একটুও পাল্টায়নি, পাল্টাতে পারে না। দেখা যাক গত ২০ বছরে ঠিক কতটা পাল্টেছে চরমপন্থী সংগঠনটি, নাকি আদৌ পাল্টায়নি?