আর্টেমিস আকবরি, এখন তুরস্কে আশ্রয় নিয়েছেন। তিনি সেখান থেকে জানিয়েছেন, তালিবানরা গোটা বিশ্বকে যতই বলার চেষ্টা করুক না কেন, যে তারা বদলে গিয়েছে। নারীদের অধিকার বা মানবাধিকার নিয়ে তারা মধ্যপন্থা অবলম্বন করবে। তারা মিথ্যা বলছে। তালিবান বদলায়নি, কারণ তাদের মতাদর্শ বদলায়নি। আফগানিস্তানে সমকামীরা ভয় পেয়েছে, তারা জানে না ভবিষ্যতে তাদের কি হবে, তাই তারা সকলে আত্মগোপন করে আছে।