ভারত-চিন সীমান্ত সংঘাতের মধ্যেই নয়াদিল্লির দিকে চোখ রাঙাতে শুরু করেছে নেপালও। যার নেপথ্যেও বেজিংয়ের হাত রয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা। সম্প্রতি নেপালের মানচিত্র বিতর্কই তার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, এই কাজে চিন ব্যবহার করছে নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত হোউ ওয়াংকিকে।