কাঠমাণ্ডুতে বেজিংয়ের টোপ হোউ ওয়াংকি, এই সুন্দরীর উস্কানিতেই বেসুরো গাইছে ভারত বন্ধু নেপাল

ভারত-চিন সীমান্ত সংঘাতের মধ্যেই নয়াদিল্লির দিকে চোখ রাঙাতে শুরু করেছে নেপালও। যার নেপথ্যেও বেজিংয়ের হাত রয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা। সম্প্রতি নেপালের মানচিত্র বিতর্কই তার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, এই কাজে চিন ব্যবহার করছে নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত হোউ ওয়াংকিকে। 

Asianet News Bangla | Published : Aug 22, 2020 6:52 AM / Updated: Sep 23 2020, 12:17 PM IST
112
কাঠমাণ্ডুতে বেজিংয়ের টোপ হোউ ওয়াংকি, এই সুন্দরীর উস্কানিতেই বেসুরো গাইছে ভারত বন্ধু নেপাল

কয়েকদিন আগে ভারতের লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করে নেপাল। নেপালের সংসদেও পাস হয় সেই সংক্রান্ত প্রস্তাব। সূত্রের খবর, এই বিতর্কিত মানচিত্র বিলটি সংসদে পাঠানোর পিছনেও সক্রিয় ছিলেন চিনের রাষ্ট্রদূত হোউ ওয়াংকি। 

212

কিন্তু, ভিন দেশের এক রাষ্ট্রদূত হঠাৎ নেপালে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কী করে? অনেকে বলছেন, কিছুদিন আগে প্রকাশ্যে আসা একটি ভিডিওয় দেখা গেছে, একটি অনুষ্ঠানে নেপালের গয়না এবং লেহেঙ্গা চোলি পরে, লোকসঙ্গীতের তালে নাচতে দেখা যায় চিনের রাষ্ট্রদূত ইয়ানকিকে। তাঁর নাচে মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও।

312

সূত্রের খবর, এরপর থেকেই ওলির ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েন চিনা রাষ্ট্রদূত। কয়েকদিন আগে নেপালে যখন সাংবিধানিক সঙ্কট তৈরি হয়, তখন তা মেটাতে আসরে নেমে পড়েন ওয়াংকি।
 

412


এই ওয়াংকি এখন নেপালকে চিনের  দিকে টেনে তাদের ভারত-বিরোধী পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে বলে মনে করছেন কূটনীতিকরা।

512

কেন নেপালের বংশোদ্ভূত গোর্খারা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তার কারণ খুঁজতে  সমীক্ষা চালাচ্ছে বেজিং। তার অর্থনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ খতিয়ে দেখতে নেপালের একটি  এনজিওটি সমীক্ষা করছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের ওপর সমীক্ষা করতে গত জুন মাসে নেপালে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত হোউ ওয়াংকি  নেপালের চায়না স্টাডি সেন্টার (সিএসসি)-কে অর্থ সাহায্য করেছেন।
 

612

নেপালি সেনা কর্তা থেকে সে-দেশের প্রধানমন্ত্রী ওলি, সবার দফতরেই অবাধ যাতায়াত চিনা রাষ্ট্রদূত ওয়াংকির। নেপালের যে কোনও জায়গাতেই আনাগোনা এই 'সুন্দরী' কূটনীতিকের। 

712

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী তাঁকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান। এখানেই শেষ নয়, নেপালের পর্যটনমন্ত্রী আবার তাঁর জন্য বিশেষ আউটডোর ফটোশুটেরও বন্দোবস্ত করে দেন।

812

শুধু বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে নয়, হোউ ওয়াংকির সুসম্পর্ক আছে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল প্রচণ্ডর সঙ্গেও।

912

নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণ থাপার সঙ্গেও চিনা রাষ্ট্রদূতের সম্পর্ক বেশ ভালই। গত মে মাসে কাঠমাণ্ডুতে পিপলস লিবারেশন পার্টির এক অনুষ্ঠানে ওয়াংকি সভাপতিত্ব করেন, সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পূর্ণ থাপা।

1012

শুধু নেপালেই নয়, এই চিনা রাষ্ট্রদূতের যথেষ্ট জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও। সেখানে ওয়াংকির বেশ কিছু ছবি রয়েছে যা এক্কেবারে পেশাদার মডেলের মতোই। নেপালের দর্শনীয় স্থানগুলিতে তাঁর ছবি বেশ নজর কেড়ে নেয় অনেকেরই।

1112

হোউ-এর জন্ম ১৯৭০ সালে, চিনের শাংজি প্রদেশে। কলা বিভাগে স্নাতক হোউ অতীতে চিনের বিদেশমন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ১৯৯৮ থেকে ২০০১ অবধি তিনি পাকিস্তানের চিন দূতাবাসের উচ্চপদস্থ পদে ছিলেন।

1212

শুধু এশীয় দেশগুলিতেই নয়। এক সন্তানের মা হোউ-এর আগে লস অ্যাঞ্জেলসের কনসাল জেনারেলেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। গত দু’বছর ধরে তাঁর কাজের জায়গা নেপাল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos