কাজাখ বডিবিল্ডারটি জানিয়েছেন, তিনি একজন প্যানসেক্সুয়াল। অর্থাৎ, মানুষ নয়, তার বদলে কোনও চরিত্র বা ছবি বা বস্তুর প্রেমে পড়েন। তিনি আরও জানিয়েছেন, জড় বস্তুর প্রতি তার একটা বিশেষ আবেগ আছে। সেগুলি জড় হলেও তার জন্য সবসময় জীবন্ত। তিনি আরও জানিয়েচেন, দুটি মানুষে যেরকম প্রেম হয়, বস্তুর সঙ্গে সেরকম হয় না। এটা সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। তার মতো এরকম অনেকেই জড় বস্তুর প্রতি যৌন আকর্ষণ বোধ করে থাকেন। মনের এই বিশেষ অবস্থাকে অবজেক্টোফিলিয়া বলে।