উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বুধবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কিন্তু কী নিয়ে সেই বৈঠক হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে গত আট মাসে এই প্রথম দলের প্রথম সারির নেত্বের সঙ্গে তিনি বৈঠক করেন। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। কারণ উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম দাবি করেছে পার্টির দক্ষতা বাড়াতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া দাবি করেছে পারমাণবিক অস্ত্র মজুত করছে কিমের দেশ। ইতিমধ্যেই তাদের হাতে রয়েছে প্রায় ৬০টি পরমাণু বোমা আর একাধিক রাসায়নিক অস্ত্র। আর পরমাণু বোমা ও রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে এই বৈঠক কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বর্যার কারণে বর্তমানে বেশ কয়েকটি পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়ার। আর সেই ছবি ধরা পড়েছে উপগ্রহণ চিত্রে।