দক্ষিণ কোরিয়ার ওই কূটনীতিকের আরও দাবি , সাম্প্রতিক কয়েক মাসে কিমের শরীর-স্বাস্থ্য ঘিরে জল্পনা, গুজব খারিজ করতে তাঁর যত ছবি উত্তর কোরিয়া প্রকাশ করেছে, সেসবই মিথ্যা, জাল। চাং বলেছেন, আমার ধারণা, উনি কোমায়, তবে মারা যাননি। পুরোপুরি ক্ষমতা হাতবদলের পরিকল্পনা তৈরি হয়নি, কিন্তু দীর্ঘ সময় ধরে শূন্যতা বজায় রাখা চলতে পারে না, তাই কিম ইয়ো-জংকে সামনে তুলে ধরা হচ্ছে।