উত্তর কোরিয়ার সর্বশক্তিমান নেতা কিম জং উনের শরীর-স্বাস্থ্য নিয়ে ফের জল্পনা। কিমের ভগ্নস্বাস্থ্য নিয়ে গুঞ্জনে নয়া মাত্রা যোগ করে দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দাই-জুংয়ের এক প্রাক্তন পরামর্শদাতার চাঞ্চল্যকর দাবি, উতত্র কোরিয়ার শাক কোমায় আচ্ছন্ন এবং সেটাই তাঁর বোন কিম ইয়ো-জং এর হাতে ক্ষমতা ন্যস্ত করার কারণ।