এখনও উহানের সামুদ্রিক খাবারের দোকান আর মাংসের দোকান বিশেষত কুখ্যাত ওয়েট মার্কেট এখনও পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফিরেনি। অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে। নয়তো ব্যারিকড করে রেখে চলছে। স্থানীয় এক বাসিন্দার কথা সব কিছু ছন্দে ফিরতে শুরু করতে মার্কেটগুলি এখনও লক ডাউনের আগের অবস্থায় ফিরতে পারেনি।