দেখতে দেখতে কেটে গেল প্রায় একবছর। করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে ক্লান্ত বিশ্ব। কিন্তু এখনও পর্যন্ত হাত ফিরল না করোনার আঁতুড়ঘর উহানের বাজারের। এখনও অধিকাংশ দোকানই হয় ফাঁকা নয়তো ব্যারেকড করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় অনেক বাসিন্দাই মানতে নারাজ উহানই করোনার আঁতুড়ঘর।