এমনকী, দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ট্রেনেও চড়েছিলেন মোদী। সেই যাত্রার মধ্যে দিয়েই যেন তিনি ফিরে গিয়েছিলেন ১৮৯৩ সালে। যখন গায়ের রঙের জন্য গান্ধীজিকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। সেই স্মৃতিচারণ করতেই ডারবানের পেনট্রিচ স্টেশন থেকে পিটারমারিৎজবার্গ পর্যন্ত সফর করেছিলেন মোদী।