যুদ্ধের ইউক্রেনের দিনের পর দিন কাটিয়েছে। গোলা, গুলি আর বোমার শব্দে অতিষ্ট হয়ে প্রাণ হাতে করে নিয়েই দিন কাটিয়েছেন। কেউ কেউ একটা সময় হয়তো ভেবেছিল যে ইউক্রেনেই শেষ হয়ে যাবে জীবন। কিন্তু কেন্দ্রীয় সরকার দেরিতে হলেই ইউক্রেনে আটকে পড়াদের উদ্ধারে যথেষ্টই তৎপর। চালু হয়েছে আপারেশন গঙ্গা। ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরি বিমান পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।