তবে, মার্কিন মিত্রদের সকলকে যে শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে সরিয়ে আনা যায়নি, তা মেনে নিয়েছে আমেরিকা। মার্কিন সেনার পক্ষ থেকে জানানো হয়েছে তারা সকলকেই সরাতে চেয়েছিল। যদি আর ১০ দিন সময় পাওয়া যেত, তাহলেই তা করা যেত। েখন ই মার্কিন বাহিনীকে সাহায্য করা আফগানদের ভবিষ্যত অনিশ্চিত।