বাসর রাতে পুরুষত্ব পরীক্ষার জন্য পেটানো হয় বরকে, বিয়ের এই মজাদার রীতিগুলো শুনলে হাসি পাবেই

বিয়ে ঘিরে নানা রীতি রয়েছে, সে বাঙালি বিয়ে বলুন, বা সুদূর আফ্রিকার উপজাতিদের বিয়ে। সেগুলো কখনও কুসংস্কার, কখনও সুসংস্কারের তালিকায় বেঁধে ফেলি আমরা। কিন্তু এমন বেশ কিছু বিয়ের রীতি রয়েছে, যা দেখলে হাসতে হাসতে পেটে ব্যথা হবে নির্ঘাৎ। মজাদার এই বিয়ের রীতিগুলো বিশ্বের নানা দেশে পালন করা হয়। গতে বাঁধা কিছু নিয়ম অনেকেরই জানা। তবে এমন কিছু অদ্ভুত নিয়মও রয়েছে, যা জানলে মাথায় হাত দিতেই হবে। 

Parna Sengupta | Published : Sep 12, 2021 5:24 AM IST
17
বাসর রাতে পুরুষত্ব পরীক্ষার জন্য পেটানো হয় বরকে, বিয়ের এই মজাদার রীতিগুলো শুনলে হাসি পাবেই

চিনের তুজিয়া সম্প্রদায়ের কনেরা বিয়ের এক মাস আগে থেকেই কাঁদতে শুরু করেন। তার পরিবারের বাকি মহিলারাও এই বিলাপে যোগ দেন। মনে করা হয়, বিয়ের আগেই যাবতীয় দুঃখ এতে শেষ হয়ে যায়। তারপর বাকি থাকে শুধুই সুখ।

27

আফ্রিকা মরিটানিয়াতে বিয়ের আগে কনেকে মোটা হতে হয়। বিশ্বাস করা হয়, এতে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। তাই কনেকে ওজন বাড়াতে ‘ফ্যাট ফার্মে’ যেতে হয়। সেখানে ওজন বাড়াতে গিয়ে আবার অনেকে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বিয়ে করতে গেলে সকলে ‘ফ্যাট ফার্মে’ নাকি যেতেই হয়।

37

পাত্র কতটা উপযুক্ত তা পরখ করে দেওয়া হয় দক্ষিণ কোরিয়ায়। ফুলশয্যা কিংবা বাসর রাতের ঠিক আগেই বরের পায়ের তলায় মাছ বা বাঁশের কঞ্চি দিয়ে পেটানো হয়। এভাবেই তার পুরুষত্ব পরীক্ষা করা হয়।

47

ফিজির কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে লাগলে একটি তিমি মাছের দাঁত। অবাক হবেন না। ফিজিতে পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে গেলে তিমি মাছের দাঁত দিতে হয়। যদি দাঁত না পাওয়া যায় তাহলে? তাহলে কী হয় তা অবশ্য জানা যায়নি।  

57

বিয়ে করতে স্কটল্যান্ডে খবরদার যাবেন না। সেখানে নাকি এমন নব দম্পতির মাথায় আবর্জনা ঢালার নিয়ম আছে। হ্যাঁ, বিয়েরদিনই যাবতীয় নোংরা ঢালা হয় বর ও বউকে পাশাপাশি বসিয়ে।

67

ফ্রান্সের পলিনেশিয়ায় বিয়ের পর বর এবং কনে পক্ষের আত্মীয়রা মেঝেতে শুয়ে পড়েন। তাদের ওপর দিয়েই নবদম্পতিকে যেতে হয়।

77

সুইডিশ প্রথা অনুযায়ী, যদি বিয়ের বর আগে ম্যারেজ হল থেকে বেরিয়ে যান তাহলে হলের সমস্ত পুরুষরা নববধূকে চুম্বনে ভরিয়ে দেন। আর যদি বধূ আগে বেরিয়ে যান তাহলে আমন্ত্রিত সমস্ত মহিলার চুম্বন পান বর।

Share this Photo Gallery
click me!

Latest Videos