জন্মদিনে শাহরুখ খানকে জয় উপহার কেকেআরের, আপ্লুত বলিউড 'বাদশা'

Published : Nov 02, 2020, 02:02 PM IST

জন্মদিনের আগের দিন রাত। তার দল কেকেআর আইপিএলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা, তা নিয়ে চিন্তিত ছিলেন শাহরুখ খান। কিন্তু কেকেআর প্লেয়াররা কিং খানকে নিরাশ করেননি। জন্মদিনের আগেই বলিউডের 'বাদশা'-কে জয় উপহার দিল কেকেআর একইসঙ্গে প্লে অফে যাওয়ার প্রবল দাবিদার হিসেবে উঠে আসল ইয়ন মর্গ্যানের দল। জন্মদিনে প্রিয় দলের থেকে জয় উপহার পেয়ে খুশি কিং খানও।  

PREV
16
জন্মদিনে শাহরুখ খানকে জয় উপহার কেকেআরের, আপ্লুত বলিউড 'বাদশা'

আজ ৫৫ বছরে পা দিল বলিউডের 'বাদশাট শাহরুখ খান।আগের দিন রাতেই দলের মালিককে জয় উপহার দিল কলকাতা নাইট রাইডার্স একইসঙ্গে প্লে অফে যাওয়ার একেবারে দোরগোড়ায় পৌছে গিয়ে শাহরুখ খানকে আনন্দ ও স্বস্তি দুই দিল কেকেআর।
 

26

রবিবার রাজস্থানের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইতে নেমেছিল নাইটরা। প্লে অফের আশা জিইয়ে রাখতে জয় ছাড়া গতি ছিল না নাইটদের। এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের  বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরল কেকেআর।
 

36

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯১ রান করে কেকেআর দলের হয়ে ৬৮ রানের ক্যাপ্টেন্স ইনিংস খেলেন ইয়ন মর্গ্যান। জবাবে রাজস্থানের ইনিংস শেষ হয় মাত্র ১৩১ রানে ৬০ রানে ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স।
 

46

ব্যাটে মর্গ্যান–গিল–ত্রিপাঠিদের দুরন্ত পারফরম্যান্সের পর বল হাতে কামিন্স–মাভি–বরুণরা থামিয়ে দিলেন রাজস্থানের ‘‌বিস্ফোরক’ ব্যাটিং লাইন আপকে।‌ দলের মালিকের জন্য জন্মদিনে এর থেকে ভাল উপহার আর কি হতে পারে।
 

56

এখনও প্লে অফে ওঠা নিশ্চিৎ নয় কেকেআরের। তার জন্য তাকিয়ে থাকতে হবে আরসিবি বনাম দিল্লি এবং হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচের দিকে। তবে প্লে অফের ওঠার প্রবল দাবিদার নাইটরা।

66

কেকেআরের বেশ কয়েকটি ম্যাচে মাঠে গিয়েছিলেন কিং খান। রবিবার যেতে না পারলেও, তার প্রিয় দল ও প্রিয় প্লেয়ারদের অনবদ্য পারফরমেন্সে খুশি কিং খান। নাইটদের জয়ে তার জন্মদিন অন্য মাত্রা পেল বলেও মনে করছেন সকলে। কেকেআরের তরফ থেকে শাহরুখ খানের জন্মদিনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
 

click me!

Recommended Stories