116
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটা তথা প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি সম্প্রতি বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
Subscribe to get breaking news alertsSubscribe 216
জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেও, আইপিএলের মঞ্চে চুটিয়ে ক্রিকেট খেলছেন তিনি। সিএসকে দলের ব্য়াটিং লাই আপের প্রধান স্তম্ভ তিনি।
316
গতবার আইপিএলেও সিএসকের সর্বোচ্চ স্কোরার ছিলেন ফাফ ডুপ্লেসি। এবার আইপিএলেও নিজের চেনা ছন্দে রয়েছেন প্রোটিয়া তারকা।
416
২২ গজের বাইরে ব্যক্তিগত জীবনেও খুবই রোমান্টিক সিএসকে তারকা। তিনি বিয়ে করেছেন ইমারি ভিসেরকে।
516
ইমারি ভিসের দক্ষিণ আফ্রিকার সাংসদের মেয়ে। কিন্তু ইমারির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
616
ইমারি দেখতে খুবই সুন্দর ও হট। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় ইমারি। ঘন ঘন নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
716
নেট দুনিয়ায় ইমারির ফ্যান সংখ্যাও নেহাত কম নয়। তার এক একটি ছবিতে লাইক ও কমেন্টের ঝড় বয়ে যায়।
816
ইমারি একজন সোশ্যাল ওয়ার্কার। ধর্ষণের শিকার হয়ে মহিলাদের সাহায্য করেন তিনি। এছাড়া ক্যান্সার রোগে সচেতনতার প্রচারও করেন তিনি।
916
এছাডা ইমারি নিজের পোষ্যদের খুব ভালোবাসে। কুকর তার খুব প্রিয়। সোশ্যাল মিডিয়ায় নিজজের পোষ্যদের ছবিও শেয়ার করেন তিনি।
1016
বিয়ের আগে ৮ বছর প্রেম ছিল ফাফ ডুপ্লেসি ও ইমারি ভিসের। দীর্ঘ প্রেম পর্বের পর ২০১৩ সালে বিয়ে করেন ডুপ্লেসি ও ইমারি।
1116
স্ত্রীকে খুবই ভালোবাসেন ফাফ। তাদের একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ডুপ্লেসি। যা খুবই পছন্দ করেন ফ্যানেরা।
1216
স্ত্রীকে এতটাই ভালোবাসেন ডুপ্লেসি যে বাচ্চা হওয়ার সময়ও স্ত্রীর পাশে ছিলেন তিনি। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
1316
বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। খেলার বাইরে সুযোগ পেলেই মেয়েদের নিয়ে সময় কাটান ডুপ্লেসি। সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় দেখা গিয়েছে।
1416
স্ত্রীর সঙ্গেও একান্তে সময় কাটান ফাফ ডুপ্লেসি। বিভিন্ন অনুষ্ঠান নিয়ে যাওয়া থেকে একান্তে কোয়ালিটি টাইম কাটানোর ছবিও শেয়ার করেছেন ডুপ্লেসি।
1516
আইপিএলে খেলতে আসার আগেও ফাফ ডুপ্লোসিকে শুভেচ্ছা জানিয়েছেন ইমারি। আইপিএলে দুরন্ত ফর্মেও রয়েছেন প্রোটিয়া তারকা।
1616
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর পরিবারের সঙ্গে বেশি সময় কাটান ডুপ্লেসি। দুই কন্য়া সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন প্রোটিয়া তারকা।