114
বর্তমানে সিএসকে তারকা প্রেম করছেন ব্রিটিশ সুন্দরী ইসেবেলার সঙ্গে। বেশ কয়েক বছর ধরে তারা সম্পর্কে রয়েছে।
Subscribe to get breaking news alertsSubscribe 214
খেলার বাইরে সুযোগ পেলেই স্যাম কারন ও ইসেবেলা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুড়ে বেড়ান ও ছবি শেয়ার করেন।
314
নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারা। যা দেখেই বোঝা যায় দুজনেই চূড়ান্ত রোমান্টিক।
414
স্যাম কারনের বান্ধবী ইসেবেলা খুবই সুন্দরী। তার ফিগার খুবই হট অ্যান্ড সেক্সি। ইসেবেলার সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে।
514
বিশেষ করে ইসেবেলার চোখ সকলকে আকৃষ্ট করে। নীল চোখের চাউনি যে কাওকে ঘায়েল করবে। সঙ্গে সৌনালী চুলের আভা সকলকে পাগল করে।
614
১৯৯৮ সালের ১৩ মে জন্ম ইসেবেলার। এখনো পড়াশোনা শেষ করেননি। পড়াশোনায় খুবই ভালো স্যাম কারনের বান্ধবী।
714
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় ইসেবেলা। ঘনঘন নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
814
সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। তার ছবি অসংখ্য লাইক ও কমেন্টস পড়ে।
914
তাছাড়া নিজের বিকিনি পরিহিত ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন শেয়ার করেন ইসেবেলা সাইমন্ডস উইলমট।
1014
বিকিনি পরিহিতি ইসেবেলাকে চূড়ান্ত হট অ্যান্ড সেক্সি দেখায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তোলে ইসেবেলার বিকিনি ফটোশুট।
1114
ইসেবেলা ঘুরতে খুবই ভলোবাসেন। ২০১৯ আইপিএলের সময় ভারতে এসেছিলেন স্যাম কারনের সঙ্গে। ঘুড়ে দেখেছিলেন একাধিক শহর।
1214
স্যাম কারন ও ইসেবেলা একসঙ্গে নানা দেশে যান। তারা এখনও পর্যন্ত ভারত, মালদ্বীপ, মিয়ামি, ওয়েস্ট ইন্ডিজ ইত্যাদি জায়গায় ঘুড়েছেন।
1314
স্যাম কারন ও ইসেবেলার মধ্যে সম্পর্কের রসায়ন খুব ভালো । তারা নিজেদের সনম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকারও করেন।
1414
এবার আইপিএলে করোনার জন্য না আসলেও, বয়ফ্রেন্ডকে সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ইসেবেলা।