এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসে যেকজন তারকা প্লেয়ার রয়েছে তাদের মধ্যে অন্যতম দীপক চাহার। নিজের বোলিংয়ে বিশ্ব ক্রিকেটে যথেষ্ট নাম করেছেন দীপ চাহার। দাদার মতই সুপার স্টার মালতী চাহারও। আইপিএলে এক সময় তাকে 'মিস্ট্র গার্ল' বলা হত। তো আইপিএল শুরুর আগে চলুন জানা যাক দীপক চাহারের সুপার হট অ্যান্ড সেক্সি সিস্টার মালতী প্রসঙ্গে।