আইপিএলের আগেই হয়ে গিয়েছে সিএসকে অধিনায়ক ধোনির 'ছেলের নামকরণ', জানেন কী আপনি

Published : Apr 28, 2021, 04:10 PM ISTUpdated : Apr 28, 2021, 04:13 PM IST

২০২০ সালের আইপিএলের খারাপ পারফরমেন্স এখন অতীত। এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে এমএস ধোনির দল সিএসকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, ধোনির ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল নিয়ে এখনও এতটুকু কমেনি ভক্তদের। কিন্তু আপানারা কী জানেন ২০২১ আইপিএল শুরুর আগেই হয়ে গিয়েছে ধোনির ছেলের নামকরণ। জানুন সেই কাহিনি।  

PREV
114
আইপিএলের আগেই হয়ে গিয়েছে সিএসকে অধিনায়ক ধোনির 'ছেলের নামকরণ', জানেন কী আপনি

২০২০ সালে খারাপ পারফরমেন্সের পরই এমএস ধোনি জানিয়ে দিয়েছিলেন ২০২১ আইপিএলে খেলার কথা ঘোষণা করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

214

এবার আইপিএলে প্রথম ম্যাচ হারলেও, তারপর থেকে দুরন্ত ছন্দে ফিরেছে ধোনির সিএসকে। পুরোনো ছন্দে প্রিয় দলকে দেখতে পেয়ে খুশি সিএসকে সমর্থকরা।

314

আইপিএল ২০২১ শুরুর আগে এমএস ধোনি মুম্বইতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেনো সেখানেই ঘটেছিল এই অদ্ভূত ঘটনা।
 

414

সেই বিজ্ঞাপনের শুটিংয়ের সময় সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ধোনি ও তার এক বয়স্ক বৃদ্ধা ভক্তের কথা বার্তার ভিডিও। 
 

514

শুটিং চলাকালীন ধোনির কাছে খবর যায় যে, তার ভক্ত একজন বয়স্ক বৃদ্ধা দেখা করতে এসেছেন। দেখা করার জন্য।
 

614

ধোনি খবর পেয়ে ওই বৃদ্ধাকে কিছু সময় অপেক্ষা করতে বলেন। শুটিংয়ের ফাঁকে সময় বার করে বৃদ্ধার সঙ্গে দেখা করেন মাহি।

714

ধোনি দেখা করে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলেন। বৃদ্ধার থেকে আশীর্দাব নেন ও দুজনে বেশ কিছু সময় আলোচনা করেন। 
 

814

ধোনিকে কাছে পেয়ে আপ্লুত ছিলেন তার  বৃদ্ধা ভক্ত। ওই বৃ্দ্ধা জানিয়েছিলেন, তিনি ৫ ছেলের সঙ্গে থাকেন। এবং নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটান। 
 

914

ধোনিও তাকে তার স্বাস্থ্যের খেয়াল রাখতে বলেন, এছাড়া বলেন বাচ্চাদের সঙ্গে সময় খুব ভালো কাটে। আলোচনার মধ্যেই ওই বৃদ্ধাও ধোনিকে তার বাচ্চার বিষয়ে কথা বলেন।
 

1014

তখন ধোনি ওই বৃদ্ধাকে জানান তার একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। জিভা নাম। মেয়ের সঙ্গে তার ভালো সময় কাটে বলে জানান ধোনি। তখনই বৃদ্ধা ধোনিকে বলেন, এবার একটা ছেলে নেওয়ার জন্য।
 

1114

শুধু ছেলে নেওয়ার কথাই নয়, ধোনির ছেলের নামকরণও করেন ওই বৃদ্ধা। ধোনিকে তার ছেলের নাম 'রোশন' রাখতে বলেন ওই বৃদ্ধা। ধোনি তার কথায় হালকা হাসেন।

1214

বৃদ্ধার ধোনির দ্বিতীয় সন্তান জন্মানোর আগেই বৃদ্ধা ভক্ত ছেলের নামকরণ  করে দেওয়ায়, ধোনির মুখে দেখা গিয়েছিল মিষ্টি হাসি।
 

1314

ধোনি ও বৃদ্ধার এই কথ-বার্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তা বাইরাল হয়ে যায়। ধোনির ছেলের নামকরণে মজেছে ধোনির ধোনির ফ্যান ও নেটিজেনরা।
 

1414

ধোনি এখনও ভুলতে পারেনি সেই ঘটনা। নেট দুনিয়াতেও তলে চর্চা। তবে বর্তমানে ধোনির একমাত্র লক্ষ্য ২০২১ আইপিএল ট্রফি জয়। 

click me!

Recommended Stories