Published : Apr 06, 2021, 10:26 AM ISTUpdated : Apr 06, 2021, 10:31 AM IST
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২১। অপেক্ষায় গোটা দেশবাসী। কথায় বলে আইপিএল ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। চার-ছয়ের ফুলঝুরি দেখার অপেক্ষায় প্রতি বছর বসে থাকেন বিশ্ব জুড়ে ক্রিকেটাররা। প্রতি ওভারেই ব্যাটসম্যানদের বিধ্বংসী রূপ দেখতে চায় সকলেই। কিন্তু আইপিএলেও এমন কিছু বোলার রয়েছেন যারা রান দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কৃপন। উইকেট তো নেন তার পাশাপাশি প্রতি ওভার পিছু রান যথেষ্ট কম। আইপিএলের নতুন মরসুম শুরুর আগে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে বেস্ট ইকোনমি রেট অর্থাৎ 'সেরা কৃপণ' বোলারদের তালিকা।