চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাবের মরণ-বাঁচন লড়াই, জেনে নিন মেগা ম্যাচে কারা হতে পারেন গেম চেঞ্জার

আজ আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব ও  চেন্নাই সুপার কিংস। প্লে অফে পৌছতে হলে এই ম্য়াচ ডু অর ডাই কেএল রাহুলের দলের কাছে। অপরদিকে মরসুমের শেষ ম্যাত জিততে মরিয়া সিএসকে। উভয় দলেই রয়েছে একাধিক তারকা ক্রিকেটার। যারা নিজেদের দিনে একাই ম্যাচের ভাগ্য নির্ধারন করে দিতে পারে। তো চলুন দেখা যাক পঞ্জাব বনাম চেন্নাই ম্যাচে কোন কোন তারকা হয়ে উঠতে পারে গেম চেঞ্জার।
 

Sudip Paul | Published : Nov 1, 2020 7:06 AM IST
110
চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাবের মরণ-বাঁচন লড়াই, জেনে নিন মেগা ম্যাচে কারা হতে পারেন গেম চেঞ্জার

কেএল রাহুল-
এবারের আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। সর্বোচ্চ রান  স্কোরারের তালিকাতেও শীর্ষে রয়েছেন পঞ্জাব অধিনায়র কেএল রাহুল। পঞ্জাবের একাধিক ম্যাচে পঞ্জাবের জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধেও শেষ ম্যাচে খেলেছিলেন ৪৬ রানের ইনিংস। আজও সিএসকের বিরুদ্ধে রাহুলের ব্যাটের উপরও ভরসা রাখছে পঞ্জাব সমর্থকরা।
 

210

নিকোলাস পুরান-
পঞ্জাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচে রান করলেও, ধারবাহিকতার অভাবে ভুগছেন ক্যারেবিয়ান তারকা নিকোলাস পুরান। তবে বেশ কয়েকটি ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিং দেখিয়েছেন তিনি। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া পুরান। 
 

310

ক্রিস গেইল-
এবারের আইপিএলে গেইল প্রথম এগারোয় জায়গা পাওয়ার পর থেকেই ভাগ্যের চাকা ঘুরেছে কিংস ইলেভেন পঞ্জাবের। দলের লাকি ম্যান হয়ে উঠেছেন ইউনিভার্সল বস। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। আজ ফের গেইল ঝড় দেখার অপেক্ষায় সকলে।
 

410

মহম্মদ শামি-
পঞ্জাব দলের বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র হলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। এবারের আইপিএলে ফর্মেও রয়েছেন তিনি। দলকে প্রয়োজনের সময় উইকেটও এনে দিচ্ছেন। তবে শেষ ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি শামি। আজ সিএসকের বিরুদ্ধে শামির ফের জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট। 
 

510

রবি বিষ্ণোই-
এবারের আইপিএলে ডেবিউ করেই নজর কেড়েছেন পঞ্জাবের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই। প্রতি ম্যাচে দলকে উইকেট দিয়েছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে ভাল বোলিং করলেও উইকেট পাননি তিনি। আজও বিষ্ণোইয়ের স্পিনের ভেলকি দেখতে চাইছেন সকলে। 
 

610

ঋতুরাজ গায়কোয়াড়-
আইপিএলের প্রথম দিকে খুব একটা দলে সুযোগ না পেলেও, শেষের দিকে নিয়মিতভাবে সিএসকে দলে সুযোগ পাচ্ছেন রাজু গায়কোয়াড়। শেষ ম্য়াচে কেকেআরের বিরুদ্ধেও ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। আজ মরসুমের শেষ ম্য়াচেও তার ব্য়াটে বড় রান চাইছেন সিএসকে সমর্থকরা।

710

অম্বাতি রায়ডু-
এবারের আইপিএলের শুরুটা ভালো করলেও, ধারাবাহিকতার অভাবে ভুগেছেন অম্বাতি রায়ডু। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ২০ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। আজ পঞ্জাবের বিরুদ্ধে নিজের সেরাটা উজার করে দিতে চাইছেন রায়ডু।
 

810

এমএস ধোনি-
গোটা প্রতিযোগিতায় নিজের সেরা ফর্ম খুঁজে পাননি সিএসকে অধিনায়ক এমএস ধোনি। কিছু ছোট ছোট ইনিংস খেললেও, চেনা ছন্দে নেই মাহি। শেষ ম্যাচেও বরুণ চক্রবর্তীর বলে ১ রান করে বোল্ড হন তিনি।  আজ শেষ ম্যাচে ধোনিকে চেনা ফর্মে দেখার জন্য মরিয়া হয়ে রয়েছেন সিএসকে ভক্তরা।
 

910

স্যাম কুরান-
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট-বলে দুরন্ত পারফর্ম করেছেন ব্রিটিশ তারকা স্যাম কুরান। আজও পঞ্জাবের বিরুদ্ধে তার উপরই ভরসা করছে সিএসকে টিম ম্য়ানেজমেন্ট।

1010

রবীন্দ্র জাদেজা-
এববারের আইপিএলে বল হাতে সফল না হলেও, ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। কেকেআর বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয় করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। আজ ব্যাটিংয়ের পাশাপাশি জাদেজার স্পিনের জাদু দেখার অপেক্ষায় সিএসকে ভক্তরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos