শুধু ফুটবলের স্কিলে নয়, রূপ ও যৌবনেও ধরাবে নেশা, ইনিই বিশ্বের সবচেয়ে হট অ্যান্ড সেক্সি ফুটবলার

রূপ ও গুন একসঙ্গে খুব লোকেরই থাকে। তাদের মধ্যেই একজন হলেন মহিলা ফুটবলার লরেন সেসেলমান। বিশ্বের সবথেকে সুন্দরী মহিলা ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম। ভাল ফুটবল খেলার পাশাপাশি তার রূপ মুগ্ধ করে সকলকেই। তার হটনেসও ঘায়েল করে সকলকে। চলুন আজ আপনাদের জানাবো বিশ্বের মহিলা ফুটবলারদের মধ্যে অন্যতম  হট, সেক্সি মহিলা ফুটবলার লরেন সেসেলমানকে।
 

Sudip Paul | Published : Jan 13, 2021 5:02 PM
125
শুধু ফুটবলের স্কিলে নয়, রূপ ও যৌবনেও ধরাবে নেশা, ইনিই বিশ্বের সবচেয়ে হট অ্যান্ড সেক্সি ফুটবলার

আমেরিকার গ্রীন বে-তে জন্ম গ্রহণ করেন লরেন সেসেলমান। সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। সেখানেই তার স্কুল জীবন ও বড় হয়ে ওঠা।
 

225

ছোট বেলা থেকে খেলার প্রতি ভালোবাসা ছিব সেসেলমানের। খেলোয়ার হিসেবেই নিজের কেরিয়ার গড়ে তুলতে চাইতেন তিনি।
 

325

ছোট বেলায় ফুটবল ও বাস্কেটবলের কোচিং নেওয়া একসঙ্গে শুরু করেছিলেন তিনি। গ্রীন বে-র নটরে ড্য়াম অ্যাকাডেমিতে ভর্তি হন সেসেলমান।
 

425

পড়ে ফুটবলকেই কেরিয়ার হিসেবে বেছে নেন লরেন সেসেলমান। ছোট বেলা থেকেই তিনি ফুটবল বেশি ভা খেলতেন ও পছন্দ করতেন।
 

525

পেশাদার ফুটবলে তিনি প্রথমে বিভিন্ন ইউনিভারসিটির ফুটবল লিগগুলি খেলা শুরু করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেন তিনি।
 

625

পড়ে কানাডায় চলে আসেন লরেন সেসেলমান। ২০০৯ সালে তিনি স্কাই ব্লু এফসি দলে সই করেন। প্রথম সুযোগ পেয়ে খুব আনন্দি ছিলেন তিনি।
 

725

এরপর ২০০৯ সালেই তিনি চিকাগো রেড স্টারে সুযোগ পান। তার কেরিয়ার দ্রুত গতিতে এগোনো শুরি করে তখন থেকেই।
 

825

২০১০ সালে সেসেলমান সেন্ট লুইস অ্যাথলেটিকার ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। যদিও পরে তাকে ট্রেনিং ক্যাম্পে আর রাখা হয়নি।
 

925

২০১০ সালেরই ১১ এপ্রিল আটলান্টা বিট দলে যোগ দেন। লেফট ব্যাক হিসেবে নিজের প্রথম ডব্লুপিএস কেরিয়ার শুরু করেন। 
 

1025

২০১৩ সালে লরেন সেসেলমান যোগ দেন এফসি কানসাস সিটি দলে। নিউ ন্যাশানাল উইমেনস সকার লিগের দল এটি। 
 

1125

২০১৪ সালের ১০ জানুয়ারি সেসেলমান নির্বাচিত হন এন.ডব্লু.এস.এল-এর বিখ্যাত দল হটসন ড্যাসে। যারফলে খুবই খুশি হয়েছিলেন তিনি।
 

1225

২০১১ সালে থেকে ২০১৫ সা পর্যন্ত কানাডার জাতীয় মহিলা দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন লরেন সেসেলমান।
 

1325

ফুটবল খেলার পাশাপাশি তিনি একজন ফিটনেস ট্রেনার হিসেবেও কাজ করেন। ফিটনেস ডিভিডি প্রোগ্রামেরও হোস্ট হিসেবে তাকে দেখা যায়।
 

1425

লরেন সেসেলমান কেরিয়ারের সবথেক উল্লেখজনক প্রাপ্তি হল অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়। যা তিনি কোনও দিনও ভুলতে পারবেন না।
 

1525

বর্তমানেও তিনি তার ফুটবল কেরিয়ার চালিয়ে যাচ্ছেন। এখন সান্টা ক্লারিটা ব্লু হিট দে খেলেন ও আরও কিছু সময় খেলা চালিয়ে যেতে ইচ্ছুক তিনি।
 

1625

শুধু ফুটবল নয়, সেসেলম্যান বিশ্বের সবথেকে সুন্দরী মহিলা ফুটবলারদের মধ্যে অন্যতম। তার রূপ মুগ্ধ করে সকলকেই।
 

1725

শুধু সুন্দরী যে তেমনটা নয়, সেসেলমা সুন্দরীর পাশাপাশি খুবই হট ও সেক্সি। তার টোনড ফিগারে ঘায়েল হয় যুবক থেকে বৃদ্ধ সকলেই। 
 

1825

বরাবরই সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় লরেন সেসেলমান। ফ্যান ও ফলোয়ার্সের সংখ্যাও আকাশছোঁয়া। 
 

1925

সোশ্যাল মিডিয়ায় খুব ঘনঘন নিজের ছবি আপোড করেন সেসেলমান। যা পছন্দ করেন সকলেই।
 

2025

লরেন সেসেলমানের এক একটি ছবিতে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়। তার ফলোয়ার্সরাা ছবির জন্য অপেক্ষা করে থাকেন।
 

2125

লরেন সেসেলমানের ছবি বা ভিডিও শেয়ার করার সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার একাধিক ছবি ভাইরাল হয়।
 

2225

বিশেষ করে বিকিনি পরিহিত ছবিতে খুবই হট দেখায় লরেন সেসলেমানকে। যা তার ফলোয়ার্সরা খুবই পছন্দ করেন।
 

2325

শুধু বিকিনি পরিহিত এমনটা নয়, নিজের অসংখ্য হট অবতারের ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন লরেন সেসেলমান।
 

2425

তবে নিজের রূপ ও ফিটনেসের উপর খুব নজর দেন লরেন সেসেলমান। তা তার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলগুলি ফলো করলেই বোঝা যায়।
 

2525

কেরিয়ারের শেষের দিকে হলেও, ফুটবলের প্রতি তার ভলোবাসা এতটুকু কমেনি। আরও কিছুটা সময় ফুটবল নিয়েই থাকতে চান বিশ্বের অন্যতম সুন্দরী, হট ও সেক্সি মহিলা ফুটবলার।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos