জঙ্গলমহলের বাঁধনা পরব। আদিবাসী ও কুড়মি জাতি গোষ্ঠীর প্রধান উৎসব বলেই পরিচিত। প্রতিবছর জাঁকজমক পূর্ণ হলেও এবছর থাবা বসিয়েছে করোনাভাইরাস। তাই আদিবাসীদের বাঁধনা পরবে এবছর নতুনভাবে পালন করতে উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। আদিবাসী ও কুড়মি সমাজের হারিয়ে যাওয়া পুরনো সংস্কৃতি তুলে ধরতে তাঁদের বাড়ির মাটির দেওয়ালে রং, তুলির টান দেওয়া হল। গ্রামে গ্রামে ঘুরে আদিবাসীদের মাটির বাড়ির দেওয়ালে রং তুলি দিয়ে ছবি আঁকছেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আদিবাসী ও কুড়মি সমাজ।
কয়েক দশক আগে বাঁধন পরবে এইভাবে আদিবাসীদের বাড়ির দেওয়াল ফুটে উঠছে নানান ছবিতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে সেই সব ঐতিহ্য। সেই স্মৃতিকে ধরে রাখতে এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।