রাস্তার মাঝে কোমর সমান গর্ত, এ কেমন উন্নয়ন, গ্রামবাসীদের প্রশ্নে বিড়ম্বনায় টিম PK

এগিয়ে আসছে একুশের বিধানসভা ভোট। তাই জনসংযোগ বাড়াতে ভোট কৌশুলী প্রশান্ত কিশোরের স্ট্রাটেজি মেনে চলছে তৃণমূল। তেমনি একটি কর্মসূচি হল তপশিলী সংলাপ। প্রত্যন্ত গ্রামে তপশীলি জাতি গোষ্ঠীর সঙ্গে কথা বলছেন পিকে-র টিম। কিন্তু গ্রামে গিয়ে এমন বিড়ম্বনার মুখে পড়বেন হয়তো ভাবতেও পারেননি। রাস্তার মাঝে কোমর সমান গর্ত। পুকুর না রাস্তা? পিকে-র টিমকে প্রশ্ন করলেন গ্রামবাসীরা। নজিরবিহীন এই ঘটনা ঘটল কেশপুরের সোনাপোতা গ্রামে।   

Asianet News Bangla | Published : Oct 20, 2020 12:54 PM
15
রাস্তার মাঝে কোমর সমান গর্ত, এ কেমন উন্নয়ন, গ্রামবাসীদের প্রশ্নে বিড়ম্বনায় টিম PK

লক্ষ্য বিধানসভা ভোট। তাই হারানো ভোট ব্যাঙ্ক ফেরাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করছে প্রশান্ত কিশোরের টিম। তৃণমূলের জন্য সনসংযোগ বাড়াতে গিয়ে বিডম্বনায় পড়লেন তাঁরা।

25

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তপশিলী জাতি গোষ্ঠীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন পিকের টিম। সোনাপাতা গ্রামের রাস্তার ঘটে গেল অবাক কাণ্ড। রাস্তার মাঝে কোমর সমান গর্ত। সেই গর্তে নেমে একজন গ্রামবাসী প্রশ্ন করলেন তৃণমূল সরকারের এ কেমন উন্নয়ন?

35

টিম পিকে-র তপশিলী সংলাপ গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূলের সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন পিকের সদস্যরা। রাস্তার বেহাল হওয়ায় পিকে-র টিমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তাঁরা।

45

রাস্তার মাঝে কোমর সমান গর্তে নেমে এক গ্রামবাসীদের দেখানোর ভিডিও ভাইরাল হয়। তাঁদের দাবি, প্রশান্ত কিশোরকে কোটি কোটি টাকা না দিয়ে গ্রামের উন্নয়ন করলে হয়তো ভাল কাজ হতো। বিক্ষোভকারীরা কয়েকজন বিজেপি কর্মী বলেও দাবি করেছেন।
 

55


পাশপাশি, তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নিয়েও পিকের টিমের কাছে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবাস যোজনায় ঘর পেতে তাঁদের নেতাদের কাটমানি দিতে হয় বলে অভিযোগ। একশো দিনের প্রকল্পেও তাঁরা কাজ পাচ্ছেন না বলে দাবি গ্রামবাসীদের। তাঁদের প্রশ্নবানে বিড়ম্বনায় পড়ে পড়েন টিম পিকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos