টলিপাড়ায় পূর্ণ হল দুবছর, রুক্মিনীর জন্মদিনে রইল সেই সফরের ইতিকথা

Jayita Chandra | Published : Jun 27, 2019 12:23 PM IST
16
টলিপাড়ায় পূর্ণ হল দুবছর, রুক্মিনীর জন্মদিনে রইল সেই সফরের ইতিকথা
পাসওয়ার্ড ছবির শ্যুটিং সেড়ে ছুটি কাটাতে বেড়িয়ে পড়েছিলেন রুক্মিনী। সেই ছবিরও শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।
26
ইদেই মুক্তি পেয়েছিল রুক্মিনীর প্রথম ছবি চ্যাম্প। ঠিক তার দুই বছরের মাথায় মুক্তি পেল কিডন্যাপ ছবি, যা এখনও মহা সমারহে চলছে।
36
অভিনয় জগতে মোট চারটি ছবি এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে রুক্মিনীর। তার প্রতিটিতেই বিপরীতে ছিলেন দেব।
46
অভিনয়ের পাশাপাশি মডেলিং-এ শখ রুক্মিনীর। প্রথম থেকেই চেয়েছিলেন মডেলিং-এ আসতে। এখন মাঝে মধ্যেই তাকে বিভিন্ন পণ্যের মডেল হিসেবে পেয়ে থাকেন দর্শক।
56
জন্মদিনের সপ্তাহ জুড়ে নিজের মতন করে গুছিয়ে নিলেন নায়িকা। বিদেশে পারি দেওয়া থেকে শুরু করে পরিবারের সঙ্গে সময় কাটানো, বাদ পরল না কিছুই তালিকা থেকে।
66
রুক্মিনীর আগামী ছবির কাজও শেষ। জুন মাসেই সেই ছবির কাজ শেষ করে এবার তিনি খানিকটা সময় নিজের জন্য রাখলেন। হাতে আপাতত নেই কোনও ছবির খবর।
Share this Photo Gallery
click me!

Latest Videos