মেহজাবিনকে নিয়ে গুগুলে কী চর্চা চলছে, নিজের মুখেই জানালেন অভিনেত্রী
বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীর রহস্য
নিজে মুখেই জানালেন পর্দায় পেছনের মেদজবিনের গল্প
সকল ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন তিনি
জানালেন কবে করছেন বিয়ে
Jayita Chandra | Published : Jun 17, 2019 5:19 PM / Updated: Jun 17 2019, 06:29 PM IST
জীবনে প্রথম অভিনয়ের হাতে খড়ি থিয়েটারে, নাটকের নাম ছিল তুমি থেকো সিন্ধুপারে। প্রথম প্রাপ্তী ছিল মোটের ওপর ১৫ হাজার টাকা। এই পারিশ্রমিকের বিনিময় তিনি তৈরি মঞ্চস্থ করেছিলেন একটি নাটক।
শুধু তাই নয়, প্রকাশ্য আনলেন তার প্রেমিকের নামও। না, তিনি কোনও নির্দিষ্ট ব্যক্তি নন, তার মতে গোটা বাংলাদেশের পুরুষরাই তার প্রেমিক।
নিজের নামের মানেও জানালেন তিনি, মেহজবিন কথার অর্থ হল চাঁদের মতন মুখ।
ডায়েট নিয়ে এর আগে কখনই ভাবেননি তিনি। তবে এবার এই বিষয় খানিকটা সচেতন হতে শুরু করেছেন নায়িকা। ডায়েটিশিয়ন-এর তালিকা মেনে চলার চেষ্টাও করলেন তিনি।
নায়িকার প্রতি সকলেরই একটাই প্রশ্ন তিনি বিয়ে কবে করছে, উত্তরে তিনি জানালেন সকলের আশির্বাদ পেলে কয়েক বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।