হলদে পোশাকের ট্রেন্ডে মেতেছে বলিউড, দেখুন কিছু সেরা ছবি

Jayita Chandra | Published : Jun 9, 2019 2:07 PM IST / Updated: Jun 10 2019, 05:34 PM IST
16
হলদে পোশাকের ট্রেন্ডে মেতেছে বলিউড, দেখুন কিছু সেরা ছবি
সাধারণ ক্যাজুয়াল লুক থেকে শুরু করে হাল ফ্যাশনের পোশাক, হলুদ রঙকে বরাবরই একটু বেশি পচ্ছন্দ করেন আলিয়া।
26
সম্প্রতিই হলুদ নিয়ে নতুন লুকে ধরা দিলেন দীপিকা। ফ্যাশন স্টেটমেন্ট-এ এখন বলিউড তারকাদের মতনই তিনিও হলুদ রঙকেই বেছে নিয়েছেন।
36
কান ফিল্ম ফেস্টিভাল-এর তালিকা থেকেও বাদ পড়েনি এই বছর এই রঙ। ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা- দুজনের পোশাকেই ধরা দিল উজ্জ্বল হলুদ রঙ।
46
হলুদ রঙ তার খুব পচ্ছন্দের। সোনম কাপুরের প্রোফাইল দেখলেই চোখে পড়বে এই সাদৃশ্য। ফলেই তাঁর কাছে গরমের দিনে আলাদা করে হলুদ পরার কারণ না থাকলেও, তিনি সেই রঙের পোশাক পরেই প্রকাশ্যে আসলেন।
56
ক্যাজুয়াল লুকেই থাকতে বেশি পছন্দ করেন তিনি। তা বলে কী সামার কালার-এর তালিকা থেকে বাদ পরবে ক্যাট-এর পোশাক! মোটেই নয়। তাই হালকা রঙের পোশাকের ছবিই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
66
হালকা কাপড়ের স্লিভেলস ফ্রক। হলুদ রঙের এই ফ্রকে আবার রয়েছে নীলের ছোট-খাটো আঁকিবুকি। সারমেয়-র সঙ্গে এমন পোশাকেই ছবি তুলে সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন শ্রদ্ধা কাপুর।
Share this Photo Gallery
click me!

Latest Videos