ফিটনেস থেকে জিম, গ্রীষ্মে হট পোস্টে ভরল মালাইকা-র প্রোফাইল

Jayita Chandra | Published : Jun 14, 2019 1:44 PM
17
ফিটনেস থেকে জিম, গ্রীষ্মে হট পোস্টে ভরল মালাইকা-র প্রোফাইল
গ্রীষ্ম মানেই জল, আর সেখানে পোজ দেওয়া মানেই সুইমিং কস্টিউম, সেই পোজের ছবি তুলে শেয়ার করলেন নায়িকা।
27
সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি আইটিম ডান্সে তাকে পাওয়া গেলেও অভিনয় জগত থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বহু দিন। কেবল মডেলিং-এর দিকেই এবার তার লক্ষ্য স্থির।
37
পোজ দিতে মালাইকার জুড়ি মেলা ভার, সে সাধারণ ক্যামেরাই হোক বা ডাব্বুই হোক, মালাইকা নিজের সেরাটাই দিতে পঠন্দ করেন।
47
সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে নাম জড়ানোর ফলে আবারও শিরোনামে উঠে আসে এই নায়িকার নাম।
57
মাঝে মধ্যেই বেড়িয়ে পরেন এই নায়িকা, সে ফটোশ্যুটের জন্যই হোক বা কাজের ফাঁকে বিরোতি, ছবি তুলতে বেশ পছন্দ করেন মালাইকা।
67
বলি ফিটনেস এর রহস্য নিয়ে কখনও মুখ খোলেননি এই নায়িকা। কিন্তু তার ফিগার বা শরীরের গরণের ভক্ত সকলেই, কীভাবে নিজেকে ধরে রাখেন, তার উত্তর মেলা ভার।
77
শরীরচর্চা নিয়ে বা জিম ফ্লোর থেকে প্রায়সই ছবি দেন মালাইকা। ভক্তদের শরীরচর্চা নিয়ে সর্বদা সচেতনও করে থাকেন তিনি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos