জগদ্ধাত্রী পুজোয় মাতোয়ারা চন্দননগর, দেখে নিন মা জগদ্ধাত্রীর আরাধনার কিছু ছবি


জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনা চরমে পৌঁচেছে চন্দননগরে। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। আলোর সাজে সেজেছে গোটা শহর। মণ্ডপে থিম থাকলেও প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা। হুগলি জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জগদ্ধাত্রী প্রতিমা দেখতে চন্দনগরে এখন ভিড় জমাচ্ছেন মানুষ। 

Sumana Sarkar | Published : Nov 4, 2019 1:49 PM IST / Updated: Nov 04 2019, 07:27 PM IST

111
জগদ্ধাত্রী পুজোয় মাতোয়ারা চন্দননগর, দেখে নিন মা জগদ্ধাত্রীর আরাধনার কিছু ছবি
চন্দননগরের প্রতিটি প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া।
211
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগত বিখ্যাত।
311
ভদ্রেশ্বরের গৌরহাটি তেঁতুলকলা বারোয়ারির জগদ্ধাত্রী পুজো ২২৭ বছরে পা দিল।
411
চন্দননগরের আপনজন সংঘের পুজো মণ্ডপে রয়েছে অভিনবত্ব।
511
চন্দননগরের বোড় দীঘির মণ্ডপে রয়েছে অভিনবত্ব।
611
মানকুণ্ডুর আমরা সবাই ক্লাবের পুজো।
711
চন্দননগরের বৈদ্যপোতার জগদ্ধাত্রী মণ্ডপ।
811
৪৫ তম বর্ষে পা দিল মানকুণ্ডুর নতুনপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো।
911
নতুন পাড়া বারোয়ারির এবারের থিম অন্তর্লোকে তীর্থযাত্রা।
1011
প্রতিবারের মত এবারও বহু মানুষ মণ্ডপে আসছেন জগদ্ধাত্রী দর্শনে।
1111
সংকীর্ণতা ভুলে মানবতার ডাক দিয়েছেন নতুনপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা।
Share this Photo Gallery
click me!
Recommended Photos