Published : Nov 04, 2019, 07:19 PM ISTUpdated : Nov 04, 2019, 07:27 PM IST
জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনা চরমে পৌঁচেছে চন্দননগরে। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। আলোর সাজে সেজেছে গোটা শহর। মণ্ডপে থিম থাকলেও প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা। হুগলি জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জগদ্ধাত্রী প্রতিমা দেখতে চন্দনগরে এখন ভিড় জমাচ্ছেন মানুষ।