পায়ে হেঁটে জিমের পথে জাহ্নবী কাপুর, দেখুন ফটোগ্যালারি

 শরীরচর্চায় বলিউড তারকা জাহ্নবী

অপেক্ষা না করেই বেড়িয়ে পড়লেন রাস্তায়

ভিরের মাঝেও হেঁটে গেলেন জিমের পথে

 

Jayita Chandra | Published : Jun 13, 2019 6:50 AM IST
16
পায়ে হেঁটে জিমের পথে জাহ্নবী কাপুর, দেখুন ফটোগ্যালারি
রাস্তায় গাড়ি থেকে নেমে পড়েছিলেন জাহ্নবী কাপুর। জিমে যাওয়ার পথে সমস্যার মুখে নায়িকা।
26
রাস্তা বন্ধ। তাই আর এগোলো না গাড়ি। ফলেই গাড়ি থেকে নেমেই পায়ে হেঁটে জিম-এ গেলেন জাহ্নবী ।
36
নিয়ম মাফিক প্রত্যহ জিমে জান তিনি। তাই একদিনও বাদ পড়ল না শরীরচর্চা।
46
ভির রাস্তার মাঝেই স্বাভাবিকভাবে হেঁটে চলে গেলেন তিনি। এখন বলিউডের বেশ কয়েকটি কাজ নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা।
56
সম্প্রতি হাতে নিলেন নতুন ছবির কাজ। কার্গিল গার্ল ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।
66
এছাড়াও অভিনয় করছেন আরও দুটো ছবিতে। তখত ও রূহ আফজা ছবির কাজ এখন চলছে পুরো দমে।
Share this Photo Gallery
click me!

Latest Videos