পেলের দেশের এই মেয়ের রূপের ছটায় এখন বুঁদ বলিউড, নাতালিয়ার পরিচয়ে অবাক হবেন

Published : Jul 18, 2019, 11:56 AM ISTUpdated : Jul 18, 2019, 12:26 PM IST

ব্রাজিলের এই মডেলের সঙ্গে ভারতের সম্পর্ক কেবলই সিনেমা জগত নয়, পরিবার সূত্রেও নাতালিয়া কওর-এর সম্পর্ক ভারতের সঙ্গে নেহাতই কম নয়। তিনি ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে জন্ম নেন এই নায়িকা। তাঁ মা ও বাবা দুজনেই পর্তুগীজ হলেও, তাঁর দাদু পঞ্জাবের রাজপুর ছিলেন। ফলেই ভারতের সঙ্গে এই মডেল তথা অভিনেত্রীর যোগসূত্র ছিল প্রথম থেকেই।    

PREV
110
পেলের দেশের এই মেয়ের রূপের ছটায় এখন বুঁদ বলিউড, নাতালিয়ার পরিচয়ে অবাক হবেন
নাতালিয়া কওর নিজের কর্মজীবন শুরু করেন ব্রাজিল শহরে। সেখানেই তাঁর মডেলিং-এ হাতেখড়ি হয়।
210
১৪ বছর বয়সে তিনি প্রথম ক্যামেরার সমানে এসেছিলেন, এখানেই শেষ নয়, তিনি একজন ব্রাজিলের পরিচিত গায়িকাও।
310
২৮ বছরের এই নায়িকা ভারতে বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেছেন। তাঁকে প্রথম দেখা গিয়েছিল কন্নর ছবিতে। ছবির নাম ছিল দেব সন মুডে গ্যদা।
410
২০১২ সাল থেকে অভিনয় জগতে তিনি প্রবেশ করেন। সেখান থেকেই একের পর এক ছবিতে কখনও বিশেষ উপস্থিতি কখনও আবার পার্শ্ব চরিত্রে অভিনয় করা।
510
২০১৪ সালে ছোট পর্দায় ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো খাতরো কি খিলাড়ি-তে অংশ গ্রহণ করেছিলেন তিনি।
610
তিনি কর্মজীবনের প্রথমে ব্রাজিলসহ আরও অন্যান্য জায়গাতেও কাজ মডেলিং-এ কাজ করার সুযোগ তিনি পেয়েছিলন।
710
নাতারিয়ার আইটেম গানেও সঞ্চালনার কাজ করতে দেখা যায়। ফলেই তিনি বিভিন্ন বিভাগেই নিজের পার্দশিতা দেখিয়েছেন।
810
মডেলিং-এর ক্ষেত্রে ব্রাজিলে মিস মুন্ডো প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন নাতারিয়া কওর।
910
২০১৫ সালে তাঁর ঝুলিতে আসে অন্য এক প্রাপ্তি, মিস মুন্ডো এস্পিরিতো সান্টো প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন।
1010
সোশ্যাল পেজে তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সেখানেই একের পর এক হট ছবি পোস্ট করলেন তিনি।
click me!

Recommended Stories