পেয়ার কা পঞ্চনামা ছবির নায়িকার স্টাইল স্টেটমেন্টেই বাজিমাত, দেখুন ছবি

হাল ফ্যাশন মানেই সেলিব্রিটিদের স্টাইল স্টেটমেন্ট। নতুন ছবি, নতুন গান, নতুন পোশাক ও নতুন ফ্যাশন, তাতেই ষোলকলা পূর্ণ। বলিউড অভিনেত্রী নুসরত ভারুচারও সমীরকরণটা খানিকটা এইরকমই। নিত্য নতুন স্টাইলে সকলের নজর কাড়ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে লাইকও পড়ছে ভুরি ভুরি। পর্দায় তাঁর উপস্থিতি পরতে পরতে উপভোগ করেন দর্শক, তারই শেয়ার করা ছবিতে দেখুন স্টাইল স্টেটমেন্ট কাকে বলে। 

Jayita Chandra | Published : Aug 8, 2019 3:25 PM
16
পেয়ার কা পঞ্চনামা ছবির নায়িকার স্টাইল স্টেটমেন্টেই বাজিমাত, দেখুন ছবি
নুসরত ভারুচা বলিউডে প্রথম নজর কাড়েন পেয়ারকা পঞ্চনামা ছবিতে অভিনয় করে। সেই ছবিতেই তাঁর স্টাইল যথেষ্ঠ প্রশংসিত হয়েছিল।
26
সনু কে টিটু কি সুইটি ছবিতেও মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন এই নায়িকা। তবে পেয়ারকে পঞ্চনামা থেকে এই ছবিতে নুসরত অনেক বেশি পরিণত। অনেক বেশি সাবলিলভাবেই দর্শকদের দিয়েছিলেন নতুন স্টাইল স্টেটমেন্ট।
36
সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এই নায়িকার। সেই দিকে নজর দিয়েই একগুচ্ছ ছবি পোস্ট করলেন তিনি। বর্তমানে শ্যুটিং থেকে খানিক বিরতি নিয়েছেন।
46
ওয়েস্টার্ন পোশাকেই বেশি দেখা যায় নুসরতকে। তবে হালকা সাজে কিভাবে নিজেকে অনবদ্য করে তোলা যায় সেই টিপসও মেলে নুসরতকে দেখলে।
56
ফটোশ্যুট থেকে শুরু করে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান, সর্বত্রই তাঁকে পাওয়া যায় সিম্পল লুকে। কিন্তু তাঁর পোশাক পছন্দ ও তার সঙ্গে হালকা মেকাপ প্রশংসিত হয়েছে বহু বার।
66
নিজের স্টাইল নিয়ে বরাবরই অন্যদের থেকে একটু বেসিই সচেতন নুসরত। বলিউডে মাঝে মধ্যে নুসরতকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ভক্তদের নজর কাড়ছেন তিনি প্রতিনিয়তই।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos