Published : Aug 25, 2019, 01:00 PM ISTUpdated : Aug 25, 2019, 01:24 PM IST
রবিবারই প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলির শেষকৃত্য। শনিবার থেকেই তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধাজ্ঞাপনে রাজনীতিবিদদের উপচে পড়া ভীড়। বাড়ির বাইরেও নজরে পড়ে বহু মানুষের সমাবেশ। বর্ষীয়ান বিজেপি নেতার অন্তিমযাত্রার আগের মুহুর্তে দলীয়কর্মী থেকে শুরু করে দেশের প্রথমসারির নেতামন্ত্রী, একে একে হাজির হলেন সকলেই। রাজনৈতিক ভেদাভেদ ভুলে তাঁর আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলেই। প্রত্যেকেই জেটলির পরিবারের প্রতি সমবেদনা জানালেন। রবিবার সকাল ১০টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা ছিল কৈলাশ কলোনির বাসভবনে।