বিয়ে থেকে হানিমুন, কেমন কাটছে শ্রাবন্তীর নতুন জীবন, দেখুন

Jayita Chandra | Published : May 18, 2019 11:54 AM IST / Updated: May 18 2019, 08:03 PM IST
16
বিয়ে থেকে হানিমুন, কেমন কাটছে শ্রাবন্তীর নতুন জীবন, দেখুন
বিয়ের পর্ব সারার জন্য নায়িকা পাড়ি দেন চণ্ডীগড়ে। সেখানেই পঞ্জাবী মতে বিয়ে সারেন নায়িকা। যদিও পরে বাঙালী মতেও বিয়ে করেন তিনি।
26
বিয়ের পরই এই দম্পতি পাড়ি দেন হানিমুন ট্রিপে। বিমানবন্দরে ছবি তুলে তা শেয়ারও করেন তাঁরা।
36
হানিমুনের জন্য শ্রাবন্তী ও রোশন বেছে নিয়েছেন ইন্দোনেশিয়া। সেখানেই নিরিবিলিতে সময় কাটাচ্ছেন নবদম্পতি।।
46
যাকে বলে এক্কেবারে রোমান্টিকতার চরম। শ্রাবন্তী এবং তাঁর স্বামী রোশন যেন সেই চরম রোমান্টিকতার একটা বিজ্ঞাপন। তাঁরা যে হানিমুন ট্রাভ্রেলস-টা ভালোমতোই উপভোগ করছেন তা বোঝা যাচ্ছে তাঁদের ছবির পোজেই। মাঝে মধ্যেই শ্রাবন্তী ও রোশনরে সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টে ভেসে উঠছে তাঁদের এই মধুচন্দ্রিমার নানা মুহূর্ত।
56
ইন্দোনেশিয়ায় একটি চা-এর নাম হল অ্যালস আরম চা। যাঁরা ইন্দোনেশিয়া আসেন তাঁরা এই চা-এর স্বাদ নেন না তেমন উদাহরণ প্রায় পাওয়াই যায় না। এই বিশেষ চা- মজলেন শ্রাবন্তীর স্বামী রোশন। আর সেই ছবি শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়।
66
মা-এর বিয়ে নিয়ে বেজায় খুশি শ্রাবন্তী পুত্র ঝিনুক। শুভেচ্ছাও জানায় মাকে। রোশনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এমনটাই জানিয়েছন শ্রাবন্তী। ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমায় এমন কেশ সজ্জাতেই মজেছেন নায়িকা।
Share this Photo Gallery
click me!

Latest Videos