ভিকি ডোনার ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি, তারপর থেকেই বদল ঘটে ইয়ামির স্টাইল স্টেটমেন্ট-এর

Jayita Chandra | Published : Jun 17, 2019 1:51 PM
16
ভিকি ডোনার ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি, তারপর থেকেই বদল ঘটে ইয়ামির স্টাইল স্টেটমেন্ট-এর
ফটোশ্যুট থেকে রেড কার্পেট। নিজের নিত্য নতুন স্টেইলে ভক্তদের মন বেশ জয় করছেন ইদানিং ইয়ামি।
26
সম্প্রতিই হাতে এলো পরবর্তি ছবির অফার। ছবির নাম বালা। শ্যুটিং শুরু হবে শীঘ্রই।
36
আয়াষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেই শুরু হয়েছিল বলিউডের সফর। সেখান থেকেই একের পর এক ছবিতে তাকে পেয়েছে দর্শক।
46
আগামী ছবিতে ইয়ামি-র বিপরীতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। তার শেষ ছবি উরি বক্স অফিসে বিস্তর সাফল্যের মুখ দেখেছিল।
56
বলিুডে পা রাখার পরই বদল ঘটেছিল ইয়ামির স্টাইল স্টেটমেন্ট-এর। নিজেকে আপাদ-মস্তক বদলে ফেলে সকলের নজরের কেন্দ্রে চলে আসেন তিনি।
66
সম্প্রতি তাকে দেখা গিয়েছে বি ব্লান্ট স্যালন-এ। তিনি নিজেই জানিয়েছিলেন সপ্তাহে একবার স্যালন মুখ না হতে পারাটা তার পক্ষ্যে খুবই কষ্টের বিষয়।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos