ভক্তদের হাল ফ্যাশনের পাঠ পড়াচ্ছেন শুভশ্রী, প্রোফাইল জুড়ে নিত্যনতুন ট্রেন্ডিলুক

Jayita Chandra | Published : Jul 11, 2019 12:00 PM IST
16
ভক্তদের হাল ফ্যাশনের পাঠ পড়াচ্ছেন শুভশ্রী, প্রোফাইল জুড়ে নিত্যনতুন ট্রেন্ডিলুক
সাবেকি পোশাক থেকে হাল ফ্যাশন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রফাইল জুড়ে কেবলই ফ্যাশন দুনিয়ার নতুন দিশা।
26
বিয়ের পর যেন আরও অনবদ্য শুভশ্রী, কমিয়ে ফেললেন নিজের ওজন। ফলেই পরিচিত লুক থেকে খানিক ভিন্ন লুকেই ইদানিং ধরা দেন নায়িকা।
36
বিভিন্ন পোশাকে, বিভিন্ন মুডের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন শুভশ্রী। ট্রেন্ডি লুকে নজর কাড়া এই নায়িকা এখন ব্যাস্ত তার আগামী ছবির শ্যুটিং নিয়ে। ছবির নাম পরিণীতা।
46
ওয়েস্টার্ন পোশাকের ফ্যাশন নতুন নয়, তবে তারই সঙ্গে রঙের সামঞ্জস্যতা বজায় রেখেই গ্রীষ্মের ফ্যাশন স্টেটমেন্ট দিয়েছিলেন নায়িকা।
56
স্কার্ট শুভশ্রীর প্রোফাইলে প্রায়ই দেখা যায়। ফলেই শুভশ্রীর কালেকশনের মধ্যে যে নানা ধরনের পোশাকের কালেকশন রয়েছে তা তার প্রফাইল দেখলেই বোঝা যায়।
66
ফটোশ্যুট থেকে শুরু করে ম্যাগাজিনের কভার পেজে এখন সবার আগে জায়গা করেনিয়েছেন শুভশ্রী।
Share this Photo Gallery
click me!

Latest Videos